ফেসবুকের টাইমলাইন রিমুভ করে পুরাতন প্রোফাইল ফিরে পান মাত্র ৩ ক্লিকে

 



আমার পোস্টের বিষয় ফেসবুকের টাইমলাইন রিমুভ করে আবার পুরাতন প্রোফাইল ফিরে পাওয়া। এর আগে অনেক পোস্ট ই এই বিষয়ে হয়েছে। যদি আমার টা আগের কোনো ওস্টের সাথে মিলে যায় তাহলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ফেসবুকের টাইমলাইন কারো জন্যে দারুন ফ্যাশেনেবল আবার কারো জন্যে চরম বিরক্তিকর। বিশেষ করে টাইমলাইনে প্রোফাইলের তথ্য অন্য সবাই দেখতে পারায় টাইমলাইনের ওপরে অনেকেই বিরক্ত। বিভিন্ন উপায়ে ফেসবুকের টাইমলাইন রিমুভ করা যায়, তবে আজকে যে পদ্ধতী টি জানাবো সেটা এ পর্যন্ত সবচেয়ে সহজ পদ্ধতী।
মূলত এর জন্যে আপনাকে ফায়ারফক্সের একটা এড অন ইন্সটল করতে হবে।
প্রথমে TimeLineremove extention টি ডাউনলোড করে ইন্সটল করে নিন। লিঙ্ক এ ক্লিক করে আ্যলাও বাটনে ক্লিক করুন
ব্যাস হয়ে গেল। ইন্সটল করা হয়ে গেলে আপনার  ফেসবুক প্রোফাইল টি রিফ্রেশ করুন। দেখুন আপনার পুরাতন প্রোফাইল চলে এসেছে।
এড অন টি ডিজ্যাবেল করতে আপনার ফায়ারফক্সের Tools>Add ons এ গিয়ে ডিজ্যাবেল করে দিন, আবার টাইমলাইন ফিরে পাবেন।

No comments:
Write comments

Translate

Follow Us

Sign up now

Get Dot com