কাজ শিখুন
নেটে কাজ করে আয় করতে হলে আপনাকে অবশ্যই কাজ শিখতে হবে। আপনি বেসিক ডাটা
এন্ট্রির কাজ দিয়ে শুরু করতে পারেন। তবে ডাটা এন্ট্রির কাজ তুলনামূলক সহজ
হওয়ার কারনে এখানে অনেক প্রতিযোগিতা। তাই আমাদের উচিত হবে ডিজাইন, কোডিং
সম্পর্কিত কাজ শেখা। তবে প্রথমে আপনাকে অবশ্যই কাজ শিখে বিড করতে হবে।
অনেকেই কাজ না শিখে বিড করে কাজ না পেয়ে হতাশ হয়ে যায়। তাদের জন্য বলছি আগে
কাজ শিখুন তারপর কাজে নেমে পড়ুন। সাফল্য আসবেই।
কি কি কাজ শিখতে হবে?
সেটা নির্ভর করছে আপনি আপনার ক্যারিয়ার কি হিসেবে গড়তে চান। তাবে আপনাকে
অবশ্যই বেসিক HTML+CSS, টুকটাক গ্রাফিক্স ডিজাইন, SEO ইত্যাদি জানতে হবে।
তারপর আস্তে আস্তে জাভাস্ক্রীপ্ট, পিএইচপি ইত্যাদি শিখতে হবে। ওয়েব ডিজাইন
করতে হবে সিপ্যানেল, হোস্টিং, নেমসার্ভার, ডোমেইন ইত্যাদি সম্পর্কে ধারনা
থাকা আবশ্যক।
যে কাজগুলো বেশী বেশী করে শিখতে হবে
পিএসডি টু এইচটিএমএল
ওয়ার্ডপ্রেস
ফটোসপ
পিএইচপি ইত্যাদি
যে কাজগুলো বেশী বেশী করে শিখতে হবে
পিএসডি টু এইচটিএমএল
ওয়ার্ডপ্রেস
ফটোসপ
পিএইচপি ইত্যাদি
কোথা থেকে শুরু করব?
প্রথমে HTML, CSS দিয়ে শুরু করুন। বিভিন্ন ট্যাগ নিয়ে অনুশীলন করুন। HTML
দিয়ে সম্পুর্ণ একটি টেমপ্লেট ডিজাইন করুন। এরপর ফটোসপে বিভিন্ন সাইজের,
বিভিন্ন Format এর ব্যানার, লগো, আর্টওয়ার্ক তৈরি করুন। সেগুলো HTML, CSS এ
নিয়ে দেখুন। বিভিন্ন ব্রাশ, ইফেক্ট সম্পর্কে অনুশীলন করুন।
ডিজাইনের কাজ শিখতে হলে ফটোসপ শিখুন তারপর ইলাস্ট্রেটর শিখুন। এছাড়াও
ভিডিও এডিটিং এর জন্য Ulead, Adobe এর কিছু সফটওয়ার এর ব্যবহার শিখুন।
SEO সম্পর্কে অনুশীলন করুন। ব্যাকলিংক, অনপেজ SEO, অফপেজ SEO ইত্যাদি
সম্পর্কে ধারনা নিন। বিভিন্ন কাজগুলো অনুশীলন করুন। পেজর্যাংক, এলেক্সা
ইত্যাদি সম্পর্কে জানুন।
শেয়ার করুন আপনার জ্ঞান
আপনি যা জানেন অন্যকে তা জানান। তাহলে আপনি আরও শিখতে পারবেন। বিভিন্ন ফ্রি হোস্টিং সাইটে রেজিস্ট্রেশন করে সেখানে আপনার সাইটি আপলোড করে সেটিকে অন্যের সমালোচনার জন্য শেয়ার করুন।
শেয়ার করুন আপনার জ্ঞান
আপনি যা জানেন অন্যকে তা জানান। তাহলে আপনি আরও শিখতে পারবেন। বিভিন্ন ফ্রি হোস্টিং সাইটে রেজিস্ট্রেশন করে সেখানে আপনার সাইটি আপলোড করে সেটিকে অন্যের সমালোচনার জন্য শেয়ার করুন।
শেষ কথা
অনেকেই কিছুদিন অনলাইনে আয় করার প্রত্যাশা নিয়ে কাজ শুরু করেন আবার
হারিয়ে যান। তাদের অবশ্য এতে উপকার হয়। কারন পরের বার ফিরে আসার সময় তারা
পূর্ণ উদ্যোমে কাজ শুরু করেন। আমি নিজেই ২০-২৫ বার হতাশ হয়ে ফিরে এসেছি।
আপনার জন্য কিছু কথা
আর আরেকটা বিষয়। কোন কিছু জেনে অহংকারী হবেন না। অহংকার পতনের মূল। আপনি
সবসময় মনে করবেন আপনি তেমন কিছুই জানেন না। আসলে সত্যিই আমরা তেমন কিছুই
জানি না। নিজেকে প্রশ্ন করুন। সবসময় সৎ থাকুন।
- কোনকিছু শেখার সময় ধৈর্য ধরে শিখুন। তাড়াহুড়ো করবেন না।
- কোনকিছু শিখে বাকী রাখবেন না। একটার পর একটা করে শিখুন
- কোন সমস্যা হলে সেটি গুগল সার্চ করুন। দেখবেন আপনার সমাধান চলে এসেছে। গুগলকে শিক্ষক হিসেবে ব্যবহার করুন।
- কোন সমস্যা হলে বন্ধুর সাহায্য নিন। এক্ষেত্রে ফোরাম ব্যবহার করুন।