পিসিতেও ব্যবহার করুন ফ্রি ইন্টারনেট সারাজীবনের জন্য

 

আমরা জানি বিশ্বের বিভিন্ন দেশে চালু হয়েছে জুকারবার্গের ফ্রি ইন্টারনেট internet.org। এটা মোবাইলে ব্যবহার করা যায়। কিন্তু পিসিতে ব্যবহার করা যায় না। আজ আমি আপনাদেরকে শিখাবো কীভাবে পিসি দিয়েও এটা ব্যবহার করা যায়।
যা যা লাগবে:

১। একটি ইউ, এস, বি মোডেম।
২। একটি রবি সিম।
৩। একটি মজিলা ফায়ারফক্স ব্রাউজার।
প্রথমে পিসিকে মোবাইল ভার্সন করতে হবে। তবে পিসিকে যেহেতু মোবাইল ভার্সন বানাব তবে আমরা iphone ভার্সনই বানাব। তবে চলুন শুরু করা যাক।
প্রথমে আপনার ব্রাউজারটি ওপেন করুন। তারপর ফায়ারফক্সের এড্রেসবারে লিখুন about:config





তারপর ক্লিক করুন I promise.
এবার উইন্ডোজের উপর মাউস রেখে রাইট বাটনে ক্লিক করুন New>string.
Preference নাম দিন - general.useragent.override।

তারপর ভ্যালু দিন Mozilla/5.0 (iPhone; U; CPU iPhone OS 3_0 like Mac OS X; en-us) AppleWebKit/528.18 (KHTML, like Gecko) Version/4.0 Mobile/7A341 Safari/528.16
internet.org তে গিয়ে তালিকাভুক্ত ফাইলগুলো দেখুন। আর ফ্রি ব্যবহার করুন ইন্টারটে।
যেসব সাইট ফ্রি ব্রাউজ করতে পারবেন:
১। ফেইসবুক
২। প্রথম আলো
৩। বিডি জবস্‌।
৪। বিডি নিউজ ২৪.কম।
৫। গার্ল ইফেক্ট
৬। সরকারী বিভিন্ন সেবা।
৭। আরও অনেক কিছু।
আবার ফায়ারফক্সকে স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসতে চাইলে about:config এ যান। সার্চ করুন general.useragent.override। আর রিসিট করে দিন।
সীমাবদ্ধতা:
১। ডাউনলোড করা যাবে না।
২। অনেক সাইটে ছবি দেখা যাবে না।

No comments:
Write comments

Translate

Follow Us

Sign up now

Get Dot com