পপক্যাশ এর মাধ্যমে ওয়েবসাইট এর মাধ্যমে আয় করুন

 


আজকের টিউনের প্রধান বিষয় হলোঃ ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে অর্থ উর্পাজন করবেন ঘরে বসে| আপনার ওয়েবসাইটে যদি পর্যাপ্ত ভিজিটর থাকে তাহলে আর কোনো সমস্যা নেই| আজকাল আমরা প্রায়ই অনেক সাইটে দেখি বিভিন্ন Ads দেওয়া আছে| Ads এ ক্লিক করালেই টাকা পাওয়া যাবে| কিন্তু ভিজিটররা এসব Ads এ আর ক্লিক করে না|এখন তারা অনেক চালাক হয়ে গেছে।করলেও খুব কম এবং ভুলবশত। সে জন্য আজ আমি আপদেরকে এমন একটি সাইটের সন্ধান দিব যেটা দিয়ে ওয়েবসাইট থেকে ভালো আয় করা যাবে, সাইট টার নাম হলো পপক্যাশ সুবিদা :- কোন ক্লিক করতে হবে না ভালো রেভিনিউ দেয় সাইটে কোন এড শো করবে না শুধু ভিজিটর আসলে একটা পপ আপ পেইজ খুলবে মাত্র ১০ $ ডলারে ক্যাশ আউট পেম্যান্ট :- পাইজা (payza) পেপাল (paypal) পেক্সাম (paxum) পেপাল যেহেতু বাংলাদেশে সাপোর্ট করে না সেহেতু পাইজা থেকে পে আউট করবেন। যাদের পেইজাতে একাউন্ট নাই তারা (payza.com) এগিয়ে একাউন্ট করে নেন। তাই আর দেরি না করে এক্ষুনি পপক্যাশে সাইন আপ করুন। সাইন আপ করার পর ইমেল ভেরিফিকেশন করুন | তারপর আপনার সাইট যুক্ত করুন|
২৪ ঘন্টার মধ্যে আপনার ই মেইলে একটি বার্তা পাঠানো হবে|
সেখান একটি কোড পাওয়া যাবে| কোডটি কপি করে আপনার সাইটে পেস্ট করুন|
যদি ওয়াপকা সাইট হয় তাহলে আমি নিয়ম বলে দিচ্ছি
Autocontent>Top items এ গিয়ে এইচটিএমএল বক্সে কোড গুলো পেস্ট করে সাবমিট করা|
কোডটি সকল ইউজারদের জন্য প্রকাশিত করুন|
বেশি লাভের জন্য বেশি জায়গায় পেস্ট করা থেকে বিরত থাকুন|

No comments:
Write comments

Translate

Follow Us

Sign up now

Get Dot com