আজকে আমার টপিকটি আপনার গুগল এডভান্সড সার্চ এর অভিজ্ঞতাই পালটে দিবে। চলুন তাহলে কথা না বাড়ায়া শুরু করা যাক – গুগল এডভান্সড সার্চ করুন এবং এডভান্সড হউন :) আসলে আপনি একজন সাধারণ Searcher ই হন আর SEO Worker/Learner ই হন আপনার কাজের দক্ষতা বাড়াতে আপনাকে কিছু টেকনিক ব্যবহার করতে হবে যারা জানেন তাদের Congratulations ! আর যারা জানেন না তারা আক্তু মনোযোগ দিন আসা করি আপনি ও Advanced Search User হয়ে জেতে পারেবেন।
এডভান্সড সার্চ কিছু অপারেটর ও মডিফায়ারস এর উপর নির্ভর করে এগুলো যতটা সম্ভব সহজ করে তুলে ধরতে চেষ্টা করব। প্রথমে এই CHART টা দেখুন –
আগুলো হল সাধারণ কিছু Oparetor আমি Oparetor / Modifiers নিয়ে আলাদা ভাবে আলোচনা না করে একসাথে বেপার গুলা তুলে ধরব।
প্রথম “Query” — Exact Match Search
Example: “Make money online”
এখানে বলা হচ্ছে আপনার Query কে “” এ রেখে সার্চ করতে কারন কি? নিচের ছবিটা দেখুন –
গুগল এডভান্সড সার্চ অপারেটর ও মডিফায়ারস
এই Search term আমদের Exact Match SERP/ সার্চ রেজাল্ট পেতে সাহাজ্য করবে। আপনি কোন বিষয়ের উপর Exact কোন Information পেতে এই Term টি use করতে পারেন।
এরপর “Query” –“Query” — Query Exclusion Modifier
Example: “make online money” -“affiliation”
এই term টি কোন টপিক এর সাথে অন্য কোন Specific Related Result Query দেখতে না চাইলে ব্যবহার করতে পারেন। দুটি Query এর মাঝে যেটি দেখতে না চান তার আগে একটা Subtract/ বিয়োগ চিহ্ন ব্যবহার করুন। নিচের ছবি টি খেয়াল করুন –
এক কথায় আপনার Search Query Result থেকে Specific কোন Query এর Result বাদ দিতে এই বেবস্তা।
Query AND Query — Query Combiner:
Example: “Make online money” AND “affiliation”
এই Term এ দুইটা Query কে এক সাথে করা যায়। AND অপারেটরের সাহায্যে দুইটা Search Query কে একত্রে করা হয় এক টা Search engine Result Page(SERP) এ। নিচের চিত্রে প্রউওগতা দেখুন –
Query OR Query — The Similar Query Search:
Example: “Facebook” CEO OR Founder OR Owner OR Partner
এই Term এ আপনি একাধিক Query একত্র করতে পারবেন OR অপারেটর ব্যবহারে। ধরুন আপনি ফেসবুক এর মালিক,CEO,প্রতিষ্ঠাতা এসব সম্পর্কে জানতে চান আপনার Search term হতে পারে –
“Facebook” CEO OR Founder OR Owner OR Partner
এগুলা হচ্ছে Basic Concept এখন আমরা একটু Deep এ ঢুকব এই গুলা SEO এর কাজে আমদের অনেক সাহাজ্জ করে।
Site:example.Com — The Site Specific Search:
Example: Site:dewdropdeveloper.com
এই TERM এর সাহায্যে কোন Single webpage এর লিঙ্ক কতটা GOOGLE এ ইনডেক্স আছে টা দেখতে পারি।
নিচের ছবিটি লক্ষ করুন –
এর দ্বারা আপনি কোন সাইট এর Link UP সম্পর্কে ভাল ধারনা নিতে পারেন।
Inurl:Your Query — The URL Specific Search:
Example: inurl:make money online
এর দ্বারা আপনি এমন ওয়েবসাইট গুলার ই SEARCH RESULT পাবেন যাদের URL এ আপনার কাঙ্ক্ষিত Search query টি আছে। নিছের ছবি টি লক্ষ করুন –
এইসব term Link Building এর জন্য site খুজে বের করতে কাজে আসে।
Intitle:Yourquery — The Title Specific Search
Example: intitle:affiliation
এটা নিশ্চয় বুঝে ফেলেছেন? J এই ফলে আমরা সেই সকল ওয়েব পেজ এর রেজাল্ট পাব যেগুলার Title এ আপনার কাঙ্ক্ষিত Search term বা Keyword আছে। এটাও Link Building এর জন্য রিলেটেড সাইট খুজে বের করতে কাজে আসে।
Related:query — The Related Results Search:
Example: Related:pinterest.com
এর দ্বারা আপনি related website খুজে পেতে পারেন। এটা Social Bookmarking, Directory, Forum, Social media, Blog ইত্যাদি খুজে বের করতে পারবেন।
Multiple Search Modifiers For Advanced Search:
এতক্ষণ আমরা জানলাম বিভিন্ন Advanced Search Term, Modifiers, Operators সম্পর্কে আখন এসব কিভাবে Implement করে কাজ করা যায় টা বুজার চেষ্টা করি।
ধরুন আমার Guest Posting করতে হবে আম্র এর জন্য প্রয়োজনীয় সাইট Link দরকার আমি এই Modifiers এবং Operators গুলকে একত্র করে ও কাজ করতে পারি।
Keyword/yourCompetitorName + “guest blog”
Keyword/yourCompetitorName + “guest blogger”
Keyword/yourCompetitorName + “guest blogger”
Keyword/yourCompetitorName + “guest Column” + inanchor:contact
Keyword/yourCompetitorName + “guest article” + inanchor:contact
এই term গুলা ব্যবহার করে আমি Guest posting এর জন্য সাইট খুজে বের করতে পারি।
Keyword/yourCompetitorName + “guest article” + inanchor:contact
এই term গুলা ব্যবহার করে আমি Guest posting এর জন্য সাইট খুজে বের করতে পারি।
আরও কিছু দরকারি Search Term দেয়া হল –
নিচের Term গুলা ভাল করে খেয়াল করুন এর বুজতে চেষ্টা করুন…।
- Inpostauthor:”Firstname Last” –site:mycompeitor.com
- Keyword + site:wordpress.com
- Keyword + site:blogspot.com
- ProductName + intitle:comparison
- “Your Niche” + FORUM
- site:.edu “text goes here”
- site:example.com this OR that
- site:example.com intitle:”text goes here”
- Keyword + “sign up”/join/register/”create an account”
মানে আগে যেগুলা Individually দেখানো হইসে সেগুলা আপনার কাজ অনুযায়ী Design/Formation করে নেয়া আরকি।
আজ এর না আসা করি সবার কাজে লাগবে। আর পরে ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ণিজে জানুন অন্যদের ও জানতে সাহায্য করুন। এতে কার কম পরবেনা। আমি জানি আমি সবটা দিতে পারিনাই কিন্তু আপনাদের আমি যতটা বুজাতে পারসি সেই ধারনা থাকে নিজে আরও একটু STUDY করলে আর ও ভালো করে বুঝে ফেলবেন।
আর এই টপিক টার Resource আমার Student দের জন্য একটা নোট PDF করা ছিল সেটা Share করে দিলাম Download করে রাখতে পারেন।
আমি আমার Student দের এবং সবাইকে বলি,
SEO একটি চলমান প্রক্রিয়া এটা আপনাকে কু শিখাতে পারবেনা যদি না আপনি নিজে না শিখেন। কোন প্রতিষ্ঠান ই SEO Expert বানাতে পারে না তবে হা Proper Guide টা করতে পারে। একটা উদাহারন দেই পরিষ্কার হয়ে যাবে…। আপনি ছবি একতে পারেন না কিন্তু শিখতে চান…। কোন শিক্ষক বা প্রতিষ্ঠান আপনার মাথায় ছবি আকার কোন Program / Software Install করে দিতে পারবেনা আপনার নিজে কে ই এটা রপ্ত করতে হবে Practice এবং এই ব্যাপারে পরাশুনা করে। SEO ও তে ও তেমন সাদৃশ্য আছে। SEO টা ও এখন art এর পর্যায়ে। SO…..আপনি পতাকা, ফুল, নৌকা আঁকতে পাড়লে লাভ নাই আপণাকে পতাকা, নৌকা নিজের মতো করে DESIGN করতে জানতে হবে…। বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট 😀
No comments:
Write commentsNote: Only a member of this blog may post a comment.