৩২ বিট ও ৬৪ বিট কম্পিউটার বলতে কি বুঝাচ্ছে চলুন জেনেনি ।

বন্ধুরা আমরা সবাই কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার করে থাকি। সেই সুবাদে ৩২ বিট ও ৬৪ বিট কম্পিউটার এই ২ টা আমরা খুব ভাল ভাবেই জানি। কিন্তু যেই জিনিস টা জানি না সেটা হচ্ছে আসলে এই গুলো কি? কিভাবে কাজ করে ৩২ বিট ও ৬৪ বিট কম্পিউটার। তাহলে বন্ধুরা আসুন জেনে নিই কিভাবে কাজ করে ৩২ বিট ও ৬৪ বিট কম্পিউটার

৩২ বিট ও ৬৪ বিট কম্পিউটার এর আবিষ্কার


সেই বিশ্বে কোন কিছুই এমনি এমনি আসেনি, সকল কিছুই কেও না কেও আবিষ্কার করেছে তারপরে এসেছে। ঠিক তেমনি ভাবেই এসেছে এই প্রসেসর। ৬৪ বিট প্রসেসর সর্বপ্রথম ২০০৩ সালে এএমডি নিয়ে এসেছিলো কম্পিউটারের জন্য। কিন্তু ২০১৩ সালে এপেল তাদের আইফোন ৫ এস এ ৬৪ বিট প্রসেসর যুক্ত করে এর পরে থেকে প্রায় সকল স্মার্টফোন গুলোতে ৬৪ বিট ব্যবহার করা হয়।
বাকি কথা আর আপনাদের না বললেও বুঝে নিবেন। কেননা এন্ড্রোয়েড কিকক্যাট এর পরে সকল ভার্সনে ৬৪ বিট এর জন্য বানানো হয়েছে।
এখন আসি মূল কথায়, আপনাদের যদি বুঝাতে হয় ৬৪ বিট ও ৩২ বিট কি? তাহলে আপনাদের কিছু উদাহরণ ও পার্থক্য দিয়ে বুঝাতে হবে। তাহলে আসুন জেনে নিই এর কিছু পার্থক্য।

৬৪ ও ৩২ বিট কি?


আমরা আসলে যেটা ভেবে থাকি ৬৪ টা বেশি আর ৩২ টা কম এর মানে হইত ৬৪ বেশি স্পীড সহায়ক হবে। কিন্তু না এটা এমন ভাবার কোন দরকার নেই। কেননা স্পীড নির্ভর র‌্যাম, হার্ড ডিস্ক, ডারইভার এইসব এর ওপরে। ৩২ বিট হচ্ছে এখানে বাইনারি সংখ্যা অথ্যাৎ ১ ও ০ এই ২টি সংখ্যা ৩২ বার বাইনারি রুপে ঘুরে কোন তথ্যকে প্রকাশ করে। বুঝেন নাই বেপার টা? আরেকবার শুনেন, ৩২ বিট কম্পিউটার গুলোতে কোন তথ্য বের করতে গেলে সেই তথ্য বিট আকারে ৩২ বার ১ ও ০ হয়ে প্রকাশ করে।কেননা কম্পিউটার সকল কিছুই ১ ও ০ অথ্যাৎ বাইনারি আকারে প্রকাশ করে।
৬৪ বিট সেই একই ধরণের এখানে কোন তথ্য ৬৪ বার ১ ও ০ আকারে প্রকাশ পাই। তাই মূলত এই কম্পিউটার গুলোতে  র‌্যাম বেশি সার্পোর্ট করে।
এবার আসি পার্থক্যতে।

মেমোরি বা র‌্যাম আড্রেসিং


মেমোরি বা র‌্যাম আ্ড্রেসিং বলতে বুঝানো হয়েছে আপনি ৩২ বিট ও ৬৪ বিট কম্পিউটার গুলোতে কোনটাতে কত র‌্যাম ব্যবহার করতে পারবেন? আপনি যদি ৩২ বিট ব্যবহার করে থাকেন তাহলে আপনি র‌্যাম ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ ৪ জিবি, তার থেকে বেশি র‌্যাম র‌্যাম আপনি ব্যবহার করেতে পারবেন না। কেননা ৩২ বিট কম্পিউটার গুলোতে বাইনারি ৩২ বার করা হয়। যার ফলে আপনি এর সর্বোচ্চ হিসাবে ৪ গিগাবাইট র‌্যাম পাবেন। অপর দিকে ৬৪ বিট কম্পিউটার গুলোতে আপনি ৩২ বিট এর থেকে বেশি র‌্যাম ব্যবহার করতে পারবেন। কিন্তু এটা অনেক বেশি যার পরিমান হচ্ছে ১৬ বিলিয়ন গিগাবাইট। যদিও বিগত কয়েক যুগে এত মেমোরি বা র‌্যাম আমাদের লাগবেনা।

অপারেটিং সিস্টেম


অপারেটিং সিস্টেমের কথাই যদি আসাই যাই তবে সবার চিন্তাই আসবে কোন ধরণের এপ্পস আপনার ফোনে সার্পোর্ট করবে। একটা কথা চিন্তা করে দেখুন আপনি চালাচ্ছেন ৬৪ বিট এর কম্পিউটার তবে আপনার কম্পিউটারকে ৪ গিগাবাইট এর ওপরে র‌্যাম থাকতে হবে। এবার দেখুন আপনার ফোনে বা কম্পিউটারে ৬৪ বিট এর অনেক এপ্পস পাওয়া যাবে না। বিশেষ করে এন্ড্রোয়েড ফোন গুলোতে তো পাওয়া খুবই কম যায়। এবার আপনি তাহলে কি করবেন? কিন্তু আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন যে, যেই কোম্পানি ৬৪ বিট এর এপ্পস বানিয়ে থাকে তারা কিন্তু ঠিকই ৩২ বিট এর জন্য এপ্পস বানিয়ে থাকে। আর আপনি ৬৪ বিট এর এপ্পস না পেয়ে থাকলেও ৩২ বিট এর এপ্পস পাবেন এটা ১০০% গ্যার‌্যান্টি।

ক্যালকুলেশন স্পীডে


এটা আসলে খুবই সহজ বিষয় বোঝার জন্য, দেখুন ৬৪ বিটে ৬৪ আলাদা আলাদা বাইনারি গ্রহন করতে পারে। কিন্তু অপর দিকে ৩২ বিটে বাইনারি গ্রহন করতে পারে মাত্র ৩২ টি। সেই হিসাবে ৩২ বিটের থেকে ৬৪ বিটে দ্রুত কাজ করবে বা যেকোন ক্যালকুলেশন দ্রুত করতে পারবে এটাতো হবার কথা।

শেষকথা

বন্ধুরা এবার হইত আপনারা বুঝে গেছেন ৩২ বিট ও ৬৪ বিটের মাঝে পার্থক্য! ৬৪ বিট মূলত কাজ করে ৪ জিবির ওপরে কোন কম্পিউটার চালানোর ক্ষেত্রে। এবার আপনি যদি সকল টুল সাপ্পোর্ট করাতে চান আপনার কম্পিউটার বা মোবাইলএ সেই ক্ষেত্রে আমার সাজেশন হবে আপনি ৩২ বিট ব্যবহার করুন। কিন্তু আপনি যদি ভাল মানের স্পিড বা আপডেট হতে চান সেই ক্ষেত্রে আপনি ৬৪ বিট ব্যবহার করতে পারেন। কোনটাই কোন কিছুর থেকে খারাপ না। টেকহিলস এর সাথেই থাকবেন।
পূর্বে প্রকাশিত হয়েছে Techtunes.com.bd 

Trump wins Electoral university vote as insurgency fizzles

WASHINGTON — Donald Trump will — formally — end up president subsequent month. Trump surpassed the 270 electoral votes wished from 538 electors casting their ballots, in a day of usually ceremonial vote casting that drew attention amid intense social media strain and protests in state capitols.
despite protests across the country to encourage GOP electors to abandon the Republican, the Electoral university formalized Donald Trump's election victory because the president-pick effortlessly racked up the 270 electoral votes wished. united states nowadays community regardless of a final-minute push via outdoor modern and Libertarian businesses, there has been no rebel. In truth, most of the "faithless" electors seemed to be Hillary Clinton defectors in Washington state, with 3 vote casting for former secretary of nation Colin Powell and one for religion noticed Eagle, a native American an environmental activist.  Texas GOP electors went rogue and failed to vote for Trump. The meetings, which arise greater than a month after the Nov. eight election, are normally a formality. This yr, Trump critics installed a vocal marketing campaign appealing to the Republican electors pledged to vote for him. The respectable results of the vote may be announced before Congress on Jan. 6, even though the outcomes from every country had been released in the course of the day Monday.

Texas campus tense with incidents since Donald Trump election


SAN MARCOS, Texas – This time of yr, college students at Texas country university are typically fed on with final exams and the approaching Christmas ruin, and now not a whole lot else.

but these days they’ve been confronted by means of a slew of latest distractions: menacing anti-range fliers, protests and counter-protests on campus, sit down-ins outdoor the president’s office and a petition urging college leaders to act.

The college, placed 30 miles south of Austin, has roiled with a litany of irritating incidents because the Nov. 8 election of Donald Trump, an event a few here say has let loose a weather of vocal protests and racist threats not visible in years. college officers empathize that no violent incidents were said. but matters were given so heated that college President Denise Trauth penned a 1,700-phrase open letter over the Thanksgiving break, assuring college students they were safe on campus.

On Nov. 14, the frame of famous student activist Travis inexperienced, 22, turned into discovered in a campus stairwell, useless from an apparent suicide. buddies stated green, who became black and gay, hadn’t pointed out the election or fliers and may’t characteristic those events to his loss of life. however his suicide deepened the pall on campus, said Russell Boyd II, 20, green's buddy and co-founder of Black Lives movement San Marcos.

“This campus has been on fireplace,” Boyd said. “It’s been very, very extreme.”

The incidents started out the day after the election, while fliers had been taped to bathroom windows round campus, purportedly through pro-Trump "vigilante squads."

"Now that our guy Trump is elected and republicans very own each the senate and the house -- time to arrange tar & feather VIGILANTE SQUADS and move arrest & torture the ones deviant college leaders spouting off all this diversity garbage," one of the fliers read. college police are investigating that incident.

Protests and counter-protests followed, with pro- and anti-Trump supporters going through off around campus. Then, new anonymous fliers regarded, urging students to record undocumented immigrants to government. “we are entering a brand new technology of law and order on this u . s . a .,” it read. “Do your component to make this type of trade for the best!”
Fliers threatening to "arrest & torture" student leaders appeared in bathrooms around Texas State University the day after the presidential election. (Photo: Ben Swenson-Weiner)

Nichole Black, 19, a freshman analyzing business, said numerous teachers discussed the fliers in class, asking college students how they felt approximately them. “each person became simply truly confused why human beings would positioned up such hateful such things as that,” she stated.

because the election, the Southern Poverty regulation center has recorded 1,094 hate incidents, dozens of which passed off on university or university campuses. In Texas, campus incidents have ranged from white supremacist fliers at the college of Houston in mid-November to a black Baylor university sophomore who turned into shoved off a sidewalk and known as a racial slur the day after the election.

closing week, Richard Spencer, the white nationalist credited for coining the time period "alt-proper," held an event at Texas A&M college that drew dozens of counter-protesters.

The fliers and incidents factor to attempts by using the alt-proper emigrate its hateful rhetoric from on line chat rooms and websites to the digital world of college campuses, said Ryan Lenz, of the Southern Poverty regulation middle.

“They’re noticing this as a second to now not cover,” he said. “They hope to recruit impressionable and faulty students into their world. It’s no longer a new trend, however it truly seems to be intensifying.”

Trauth, inside the Thanksgiving letter published to the college’s internet site, stated university officers “will no longer tolerate vile acts of aggression inclusive of the vigilante posters” and could increase police presence on campus, in addition to release a chain of town hall meetings to talk about the controversies.

That warranty wasn’t sufficient for Ben Swenson-Weiner, a 24-year-antique grad scholar who said he felt threatened via the fliers and wanted to assist the undocumented college students he knew around campus. presently, many of those college students are protected from deportation underneath the Deferred action for youth Arrivals, or DACA, which Trump has threatened to terminate.

Swenson-Weiner started out a petition to induce directors to claim the college a “sanctuary campus” where undocumented college students can sense safe from assaults or expulsion. In two weeks, the petition has won 1,two hundred signatures.

“I trust we’re all in this together,” he said. “It’s vital for anyone to paste collectively whenever there are positive companies that experience disenfranchised.”

Responding to the Texas country petition, Gov. Greg Abbott pledged to cut off investment to any kingdom college maintaining itself a sanctuary campus. “Texas will now not tolerate sanctuary campuses or cities,” he stated in a tweet.
A memorial for Travis Green on the Texas State University campus. Green, 22, was a student activist whose body was found in a campus stairwell last month, dead of an apparent suicide. (Photo: Rick Jervis)

On Thursday, Swenson-Weiner met with Traught and other college officials, who said they gained’t claim Texas country a sanctuary campus but did agree to other steps, consisting of increasing diversity tasks and teaming with scholar leaders to create a crowdfunding web page to elevate money for minority students in need. “It’s development,” Swenson-Weiner stated.




Hector Ramirez Vazquez, 20, a junior and scholar activist, stated other Latino students around campus were worried approximately the fliers and typical anxious weather on campus for the reason that election. They worry the incidents may additionally intensify after Trump’s Jan. 20 inauguration.

One silver lining: Vazquez said he’s been pleased and surprised by means of how unique minority companies – Latinos, blacks, the LGBTQ community – have come collectively inside the wake of incidents.

“there may be greater solidarity and unification amongst special businesses of people,” he stated. “It’s proper to look that, especially with how volatile politics is in the mean time.”

আপনার গুগল অ্যাডসেন্স ইনকাম বাড়িয়ে নিন ২গুন/৩গুন। Take a two-fold increase your Google Adsense income / 3 times.

 
হ্যালো বন্ধুরা, কেমন আসেন সবাই আসা করি ভালো আছেন।
আজকে আমি আপনাদের এমন একটি জিনিস এর সম্পর্কে জানাবো যেটা নিয়ে বর্তমানে বাংলাদেশ এ অনেক মাতা-মাতি সেটা হল
"Youtube MCN"। কিন্তু হয়তো অনেকে জানা না MCN জিনিষ টা আসলে কী? এইটা কীভাভে কাজ করে!MCN এ এড হলে আমাদের লাভ না ক্ষতি!
MCN এ কীভাবে Approve পেতে হয়? এই সকল বিশয় নিয়ে আজকে আমারা জানবো।
তাহলে চলুন মূল আলোচনায় চলে যাওয়ার আগে কিছু কথা বলে নেই টিউন টা ভাল কড়ে পড়ে-বুজে শুনে Apply করবেন।না বুজে কোন কাজ করবেন না।
multi channel networks
multi channel networks
N.B:|যারা ভাবছেন ও মণে হয় (Creator MCN) এর কথা বোলবে তাদের বুল দারণা. Please তারা দূরে থাকুন।কারণ আমি ওদের মতো বাটপাড় নই।
যারা Begainer এবং expert বাইয়েরা আসেন তারা ভাল করে বুজে নিয়ম গুলো মেনে চেক করে তারপর Apply করবেন।
“মাল্টি-চ্যানেল নেটওয়ার্ক” কি?
“মাল্টি-চ্যানেল নেটওয়ার্ক” শব্দটির সংক্ষিপ্ত রুপ হল“এম.সি.এন” (MCN). একে সাচ্ ইঞ্জিনের ভাষায় “ইউটিউব পার্টনারশিপ
নেটওয়ার্ক” বলা হয়ে থাকে।
“মাল্টি-চ্যানেল নেটওয়ার্ক” বা “ইউটিউব পার্টনারশিপ নেটওয়ার্ক”এমন একটি যা কিনা ইউটিউব এর মতো প্ল্যাটফর্মের সাথে কাজ করে।
মূলত“মাল্টি-চ্যানেল নেটওয়ার্ক” বা “ইউটিউব পার্টনারশিপ নেটওয়ার্ক” গুলো সারা দুনিয়ার মাল্টিপল/একাদিক ইউটিউব চ্যানেনলর সাথে অদিযুক্ত হয়ে কন্টেন্ট ক্রিয়েটোড়/ইউটিউব পাবলিশারদের নানাবীড সহায়তা,পণ্য, ক্রয়-প্রোমোশন,প্রোগ্রামিং,ফাণ্ডীং,পাঠনার ম্যানেজমেণ্ট,ডিজিটাল রাইট ম্যানেজমেণ্ট,মনিটাইজেশণ/সেলস, ভিসিটর ডেবলপম্যানট ও চ্যানেলেএর ভিডিও উচ্চ সি.পি.এম. বিজ্ঞাপন করিয়ে রাজশের শতকরা বিনিময় করে থাকে।
মোট কথা, “MCN”হল“ইউটিউব অনুমদিত” গুগল অ্যাডসেন্স এর মত একটা প্লাটফম যেখানে ইউটিউব পাবলিশাররা গুগল অ্যাডসেন্স এর
চেয়ে বেশি কিছূ সুযোগ সুবিদা ভোগ করে এবং ইউটিউব পাবলিশারদের ইনকাম গুগল অ্যাডসেন্স এর চেয়ে অনেকগুনে ব্রিধি পায়।
এমনকি “MCN” এর সকল আভন্তরিন ও বাহ্যিক্ক কার্যাবলী “ইউটিউব অনুমদিত”কতগুলো প্রথিষ্টিত সারভিস প্রবাইডারের মাধ্যমে পরিচালিত
হয়, যারা প্রতোকটা“MCN”এর সাথে জড়িত থাকে ইউটিউব পাবলিশারদের সার্বিক উন্নয়নে নিয়জিত থাকে।
আমি আজকে আলোচনা করবো http://www.scalelab.com নিয়ে।scale lab হচ্ছে একটা multi-channel network for YouTube channels।বন্দুরা multi-channel network কি তা সম্পর্কে আমি উপরে যথেষ্ট লিখেসি আসা করি বুজতে পেরেসেন।এখন অনেকের মনে প্রশ্ন জেগেসে এই সাইট কি Trusted কিনা বা এইটা কোন দেশের সাইট?এর Founder কে?CEO কে?Website এর valu কত? এই সব গুলো তথ্য জানতে এই লিঙ্ক এ ক্লিক করুন তাহলে শব জানতে পারবেন।
http://www.scamadviser.com/check-website/scalelab.com
এখন অনেক এ বলতে পারেন এইটা যে "Youtube Certifaid"এর প্রমান কি?
অনেক এ হয়তো জানেন http://www.socialblade.com নাম এ একটা সাইট আসে যেইখানে প্রতিদিন এবং প্রতি মাসের updated একটা লিস্ট প্রকাশিত করে সেখানে Top Youtube Mcn Network এবং Top youtube Channel এর লিস্ট থাকে।Firstly,http://www.socialblade.com এ গিয়ে Top List ক্লিক করার সাথে সাথে একটা লিস্ট শো করবে সেইখানে দেখতে পারবেন Top 250 Youtube Networks সেইটাতে ক্লিক করবেন তারপর দেকবেন একটা লিস্ট আসবে টপ Top Youtube Mcn Network এর এটি "World Wide" Ranking দেখাবে সেইখানে 17 নাম্বার লিস্ট এ দেকবেন scale lab।তারপর সেটি তে ক্লিক করবেন তাহলেই দেখতে পারবেন ওদের Membar কতো,ভিউআর কতো এবং সাবস্ক্রাইবার কত।এই সব গুলো জিনিষ দেখার পর মনে হয় আপনারা বুজতে পারবেন কত ভাল মানের একটি Mcn Network এই scale lab।
scale lab
scale lab
Scale lab” এর সাথে যুক্ত হলে যেই সকল সুযোগ সুবিদা গুলো পাবেন তা নীচে ঊল্লেখ করা হোল:--
১)“Scale lab” এর সাথে যুক্ত হলে টাকা তোলার জন্য কোন Pin verification এর প্রয়োজন হয় না।
২)“Scale lab”এর সাথে সংযুক্ত হলে“Scale lab”আপনাকে একটা ড্যাশবোর্ড প্রধান করা হবে শেখানে গুগল অ্যাডসেন্স "হোসটেড অ্যাকাউন্ট" এর
মত শকল রিপোর্ট দেকতে ও জানতে পারবেন।
সেজন্য আলাদা করে গুগল অ্যাডসেন্স "হোসটেড অ্যাকাউন্ট" তরী করার দরকার নেই।
৩)“Scale lab”চ্যানেল উনুমদিত পেলে অটোমেটিক মনিটাইজ এর জন্য পার্টনারশিপ করে নিবে।
৪)গুগল অ্যাডসেন্স থাকা অবস্তায় কেও চ্যানেল “Scale lab”- এ সংযুক্ত করতে চাইলে সেটা শম্বব হবে। আর জেদিন থেকে “Scale lab”উক্ত
চ্যানেল উনুমদিত করে দিবে সেদিন থেকে গুগল অ্যাডসেন্স "হোসটেড অ্যাকাউন্ট" এর সাথে কোন প্রকার সম্পর্ক থাকবেনা।সেদিন থেকে সকল
আরনিং রিপোর্ট এবং আনালাইসিস রিপোর্ট “Scale lab” ড্যাশবোর্ড এ প্রদর্শিত হবে।
৫)“Scale lab”- এর চ্যানেল অনুমদন এর নিয়ম মতাবেক চ্যানেনলর মেয়াদ,ভিউ ও সাবস্ক্রাইবার সংখা সঠিক
নতুন চ্যানেল ও সংযুক্ত করতে পারবেন।সেজন্য গুগল অ্যাডসেন্স "হোসটেড অ্যাকাউন্ট" এর সাথে পার্টনারশিপ থাকতে হবে এমন কোন নিয়ম
নাই।
৬)আপনারা জানেন যে,কোন কারনে আপনার ইউটিউব চ্যানেলটি যদি কখনো সাসপেন্ড হয় তাহলে গুগল সেই অর্জিত মুনাফা বেশীরভাগ সময়
দেয়না কিন্তু আপনার চ্যানেল যদি “Scale lab” এর থাকা সময় সাসপেন্ড হয় সেই কাঙ্ক্ষিত অর্জন করা মুনাফা “Scale lab” প্রদান করবে.
অর্থাৎ চ্যানেল হয়ে গেলেও চ্যানেল সাসপেন্ড হওয়ার পূর্ববর্তী মুহূর্ত পর্যন্ত কষ্টের উপার্জিত ইনকাম "Scale lab"এল ড্যাশবোর্ড এর রিপোর্ট
অনুযায়ী আপনার প্রদানকৃত পেমেন্ট অ্যাকাউন্ট এ যথাক্রমে পেয়ে যাবেন।
৭)"Scale lab”- এ চ্যানেল মনিটাইজ করার জন্য যে কোন দেশের নাম এবং লোকেশন দিতে পারেন।বাংলাদেশ দিলে ও কোন সমস্যা নাই।
৮)হ্যাঁ অবশই। “Scale lab”- এর অন্তভুকক্ত শকল চ্যানেল এর সকল ভিডিও তে গুগল অ্যাডসেন্স এর (৪)চার প্রকার অ্যাড ফরম্যাট ছারাও
অতিরিক্ত (২) দুই প্রকার মোট (৬) প্রকার অ্যাড ফরম্যাট ভেইয়ারদের কাছে প্রদরশন করা হবে(২) দুই প্রকার অ্যাড ফরম্যাট এর নাম
হলঃ
১)"নন -স্কিপ্যাবল ভিডিও অ্যাড "অর্থাৎ আপনার ভিউয়ার যদি আপনার ভিডিও টি দেখতে চায় অব্যশই তাকে নন-স্কিপ্যাবল ভিডিও অ্যাড
টি দেখার পরে আপনার ভিডিও টি দেখতে হবে।বিষয়টা হল সেই ভিডিও অ্যাডটি স্কিপ করার কোন অপশন সে পাবে না।
*২. "লং নন -স্কিপ্যাবল ভিডিও অ্যাড "অর্থাৎ দীর্ঘ যেমন:১ মিনিট/১০:৩০ সেকেন্ড /২ মিনিট সময়ের অ্যাড ফরম্যাট চ্যানেলের ভিডিও
গুলোতে প্রদর্শিত হবে।
এমনকি এই অ্যাড ফরম্যাটটিতেও কোন প্রকার স্কিপ করার অপশন ভিউয়ার পাবে না।
Non-skippable video ads
৯) গুগল অ্যাডসেন্স অ্যাড এর পাশাপাশি“Scale lab” এর হাই শি.পি.এম. রেটের অ্যাড দেখানো হবে।
১০)যেহেতু "Scale lab"অ্যাডসেন্স বিজ্ঞাপনের পাশাপাশি হাই সি.পি.এম. রেটের বিজ্ঞাপন দেখানো হবে সেক্ষেত্রে অ্যাডসেন্স ইনকাম এর চেয়ে কম
আরনিং হওয়ার সম্বাবনা 100% নাই। বরং "Scale lab" এর হাই সি.পি.এম. বিজ্ঞাপন প্রদর্শনের জন্য ২গুন/৩গুন ইনকাম বেড়ে গেলেও অবাক
হওয়ার কিছু নাই।
১১)“Scale lab”- এ অন্তভুক্ত প্রত্যেকটা চ্যানেলের পাবলিসারদের প্রমোশন এর পাশাপাশি "MCN”- টীম আলাদাভাবে চ্যানেল এর ভিউ,সাবস্ক্রাইবার ও কমিউনিটি ইত্যাদি ডেভেলপমেন্ট করে থাকে যার ফলে পাব্লিশেরদের আরনিং অনেকাংশে বেরে যায়।
১২)“Scale lab”-এর সাথে ইউটিউব এর অনুমদিত যে যে
সার্ভিস প্রভাইডার গুলো সার্বক্ষণিক কাজ করে সেগুলো হলঃ-
✔ http://epoxy.tv
✔http://www.audiomicro.com/royalty-free-music
✔ http://www.epidemicsound.com
✔ http://vidcon.com
✔ https://www.tubebuddy.com
✔ http://genatomic.com
✔https://www.scalelab.com/brands
✔https://www.spreadshirt.com
✔ Biggest Channel Development Conversation Community
✔ Video Claims Apps
✔ Study Forum and Blog
✔ Brands Create Energy through Conversation Study Centre
১৩)“Scale lab” কেও যদি আপনার ভিডিও চুরি করে তাহলে ভিডিও ক্লেইম সফটওয়্যারের এর মাধ্যমে ইউটিউব সাপোর্ট টিমের কাছে সরাসরি ক্লেইম নোটিশ পাঠাতে পারবেন।যা কিনা “Scale lab” এর ইউটিউব সাটিফাইড সাপোর্ট টিম সাথে সাথে অ্যাকশন নিয়ে সেই চ্যানেল স্ট্রাইক দেয়।
video claimer apps
video claimer apps
১৪)প্রথম চ্যানেলটি অনুমধন পেয়ে গেলে সেই চ্যানেল এর
Scale lab”এর ড্যাশবোর্ড থেকে বাকি চ্যানেল গুলো অ্যাড করিয়ে নিতে পারবেন।
১৫)“Scale lab” Ip Address জনিত কোন প্রবলেম নেই।যত খুশি তত অ্যাকাউন্ট খুলতে পারবেন।যেই কোন পিসি বা মোবাইল দিয়া Login করতে পারবেন।
১৬)ডলার উত্তোলন করার সর্বনিম্ন কোন পরিমাণ নেই।আপনি যদি ১ ডলার ইনকাম করেন মাস শেষে ১ ডলার-ই ১ ডলার উত্তোলন করতে পারবেন।
১৭)"Scale lab"এর পাব্লিশাররা ১৫০,০০০+ ফ্রি ষ্টক ট্রাকস ও ৩০০,০০০+ সাউন্ড ইফেক্ট'স ব্যবহার করতে পারবেন।
১৮)“Scale lab”পাব্লিশারদের জন্য ৮ টা পেমেন্ট সিস্টেম এর মাধ্যমে টাকা নিতে পারবেন।সবচাইতে ভালো সুবিদা হল আপনি চাইলে টাকা,ডলার,রুপি,দিনার আপনার যেই ভাবে দরকার সেই ভাবে নিতে পারবেন।
১৯)অরিজিনিয়াল ভিডিও এর কপির কন্টেন্ট আইডি ইউটিউব থেকে নিয়ে অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য মনিটাইযেশন করার বাবস্থা করে থাকে।
২০)এই খানে গুগল অ্যাডসেন্স এর মতো "Payee Name" এর কোন জামেলা নেই।যেকোনো সময় যে কোন অ্যাকাউন্ট দিয়ে টাকা তুলতে পারবেন।
এই সুবিদা গুলো পাবেন তাছাড়াও আরও অনেক সুবিদা পাবেণ।সেই সুবিদা গুলো “Scale lab” এ অ্যাড হলে বুজতে পারবেন।
*এখন আমারা জানব “Scale lab” এ Approve পেতে হলে কি কি থাকা প্রয়োজন:
১)আপনের চ্যানেল এ লাস্ট ৩০ দিন এ ১০০০ ভিউ এবং ১০ টা সাবস্ক্রাইবার অর্জন করতে হবে।
২)আপনের চ্যানেল এ কোন প্রকার "Copyright Strick" থাকলে Approve হবে না।
৩)ইউটিউব চ্যানেল এর লোগো এবং চ্যানেল আর্ট থাকতে হবে।
৪)ভিডিও ফুল উইনিক থাকতে হবে।দেখা যায় আপনি একটি ভিডিও একটু কেটে এডিট করে ইউটিউব আপলোড করলেন অ্যাডসেন্স ধরতে পারলো না কিন্তু “Scale lab” তা দরে ফেলবে।তাই খুবি সতর্ক থাকবেন।
৫)ইউটিউব চ্যানেল লেআউট Customaiz করতে হবে।
৬)সাবস্ক্রাইবার এবং লাইক Button Hide করে রাখলে হবে না।
৭)চ্যানেল টি নাম্বার ভেরফাই করতে হবে।
এই সকল নিয়মাবলি মেনে অ্যাপ্লাই করলে আশা করি Approve পাবেন।
*এবার আশি payment System নিয়েঃ
১)“Scale lab”পাব্লিশারদের জন্য ৮ টা পেমেন্ট সিস্টেম এর মাধ্যমে টাকা নিতে পারবেন।সবচাইতে ভালো সুবিদা হল আপনি চাইলে টাকা,ডলার,রুপি,দিনার আপনার যেই ভাবে দরকার সেই ভাবে নিতে পারবেন।
২)৮ টা পেমেন্ট সিস্টেমঃ
*Check-(উত্তোলোন সর্বনিম্ন ১০০ ডলার)
*Direct Deposit-(শুধু অ্যামেরিকার জন্য)(উত্তোলোন সর্বনিম্ন ১০০ ডলার)
*Paypal-(উত্তোলোন সর্বনিম্ন ১ ডলার)
*International Wire Transfer-(শুধু নন অ্যামেরিকার জন্য) (উত্তোলোন সর্বনিম্ন ১০০ ডলার)
*WebMoney-(উত্তোলোন সর্বনিম্ন ১ ডলার)
*Yandex.Money-(উত্তোলোন সর্বনিম্ন ১ ডলার)
*QIWI Wallet- (উত্তোলোন সর্বনিম্ন ১ ডলার)
*বর্তমানে payonner অ্যাড করা হইসে।-(উত্তোলোন সর্বনিম্ন ১ ডলার)
scale lab payment system
scale lab payment system
৩)আমরা জানি যে ইউটিউব প্রতি মাশের ১০ তারিখ কারেন্ট বালেন্সে চূড়ান্ত করে।ইউটিউব চুক্তি অনুযায়ী “Scale lab” এর পুব্লিশারদের ইনকাম চূড়ান্ত করে উক্ত মাসের ১৫ তারিখ এ।
“Scale lab” পরবর্তী মাশের ১-৫ তারিখ ড্যাশবোর্ড এর রিপোর্ট অনুযায়ী পুব্লিশারদের পেমেন্ট দিয়ে থাকে।যদি ও একটু দেরি তে দায় তা ও ভাল কারন অ্যাডসেন্স এর মত এত বেশি সময় দরে Pending এ রাখেনা।
*এই হল “Scale lab” পেমেন্ট সিস্টেম।
এইবার আমরা শিখবো কিভাবে “Scale lab” Aplly করতে হয়ঃ
১)প্রথমে এই http://www.scalelab.com ওয়েবে যাওয়ার পরে "Join Now“বাটনে ক্লিক করতে হবে।
২)“Apply Now With YouTube” ক্লিক করে আপনের চ্যানেলের ইমেইল টি দিয়ে login করতে হবে যে চ্যানেল টি “Scale lab”এ join করাতে চান সেটি সিলেক্ট করতে হবে।
৩)“First Name”ও“Last Name”এ আপনের নিজের নাম লিখতে হবে।
৪)তারপর ট্রামস অ্যান্ড কন্ডিশনের “I agree”সাথে চেক-মার্ক/টিক চিহ্ন দিয়ে “APPLY NOW”এ ক্লিক করতে হবে।
৫)“APPLY NOW”এ ক্লিক করার পরেই আপনের চ্যানেল এর ইমেইলটি তে একটি মেইল আসবে।এই মেইল টি আসলে বুজবেন আপনের চ্যানেল APPLY হয়েসে।
৬)৪৮ ঘণ্টার মধ্যে“Scale lab”চ্যানেল অনুমোধন দিলে আপনাকে আরেকটি মেইল দিবে এবং Approve না পেলে ও তা জানিয়ে দিবে।যারা Approve পাবেন তাদের আরেকটি মেইল এ বলে দিবে কিবাবে জয়েন করতে হয়।তারা image আঁকরে দিয়ে দিবে দেখলেই বুযতে পারবেন।
৭)ইমেইল আসা ধারাবাহিক নির্দেশনা অনুযায়ী ইউটিউব ড্যাশবোর্ড থেকে কনফার্ম করার পড় “Scale lab" অটোমেটিকভাবে ৪৮ ঘণ্টার মধ্যেই তৃতীয়ভারের মত একটি ইমেইল পাঠাবে।উক্ত ইমেইলটির “LOG INTO YOUR DASHBOARD” অপশনটিতে ক্লিক করার পর নিজের ইচ্ছা অনুযায়ী Password দিবেন।(মুলত Password টি হল “Scale lab” এর ড্যাশবোর্ড লগইন করার Password)।
৮)Password দিয়ে “Scale lab"ওয়েবসাইটের লগিইন এ ক্লিক করে চ্যানেল এর ইমেইল দিয়ে ড্যাশবোর্ড এ প্রবেশ করতে পারবেন।এর পর থেকে এই ইমেইল অ্যান্ড Password দিয়ে “Scale lab"প্রবেশ করতে পারবেন।
৯)ড্যাশবোর্ড পাওয়ার সাথে সাথে চ্যানেল এর শকল রিপোর্ট দেখতে পারবেন কিন্তু ৭২ ঘণ্টা পর পর চ্যানেল এর আরনিং রিপোর্টগুলো প্রদর্শিত হবে।
১০)এখন আরকি কায শেষ এইবার ৮ টা Peyment অপশন থেকে যেটা ভাল লাগে অ্যাড করিয়ে নিন।
সবশেষে গুরুত্বপূর্ণ কায হলঃ
মনে রাখবেন,উপরোক্ত সকল কাজগুলো সম্পন্ন হওয়ার পরে অবশ্যই ইউটিউব চ্যানেল এর ভিতর থেকে প্রতিটি ভিভিও
আবার নতুন করে মনিটাইজ করতে হবে।ভিভিও এর Edit এ যাওয়ার পরে মনিটাইজ অপশন এ ক্লিক করে “Usage Policy” অংশের “Monitize in all country” সিলেক্ট করে “Non-skippable video ads” and “Long non-skippable video ads”ফরম্যাটে গুলো চেক-মার্ক করে“Save Changes”বাটনে ক্লিক করতে হবে।এই পক্রিয়াটি শেষ করে ইউটিউব ড্যাশবোর্ড আরনিং প্রদর্শিত হবে।
*এখন কথা হল এত সুযোগ সুবিদা দিয়ে “Scale lab" এর লাভ কি?
উত্তরঃ তারা ইউটিউব পাব্লিশারদের উচ্চ মাত্রার অর্জিত মুনাফা থেকে দৃঢ়তার সাথে শতকরা ৬৫/৩৫ ভাগ বিনিময় করে থাকে অর্থাৎ আপনি পাবেন টোটাল ইনকাম ৬৫ ভাগ।কিন্তু ভয় পাবার কিছুই নাই ওদের ৩৫ ভাগ কেটে নেয়ার পর ও যা থাকে তা গুগল অ্যাডসেন্স এর থেকে ২গুন/৩গুন বেশি হবে।তাদের আড়েক টি বিশেষ লাভ হোল আপনের ভিডিও কন্টেন্ট দিয়ে “Scale lab" Affiliate করতেসে এবং ভিবিন্ন company গুলোর সাথে চুক্তি করে তাদের Marketing করসে।
***তাহলে আর দেরি না করে আপনের চ্যানেলটি “Scale lab”- এর সাথে সংযুক্ত করে আপনের ইনকাম গুগল অ্যাডসেন্স ইনকাম থেকে কয়েক গুন বারিয়ে নিন।

ফিশিং সাইট তৈরি করে হ্যাক করুন ফেসবুক আইডি


সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন! এবং সব সময় ভাল থাকবেন সেই দোয়া করি ! আজকের টিউনের বিষয় ফেসবুক ফিশিং ! ফেসবুক ফিশিং এখন বাচ্চাদের কাজ তাই না? কিন্তু সাম্প্রতিক এক জরীপে দেখা গিয়েছে যাদের ফেসবুক আইডি হ্যাক হয় তার মধ্যে ফেসবুক ফিশিং এ হ্যাক এর পরিমান ৪৭ শতাংশ! এখন ভাবেন ফিশিং কতটা কার্যকর? ফেসবুক ফিশিং নিয়ে অনেক টিউন বা টিয়রেটিয়াল আছে। কিন্তু সেই টিউন অনুযায়ী কাজ করতে অনেক সময় বা নতুনরা পারেন না 😀 এবং তা বেশির ভাগ ইংলিশ থাকে 😛 কিন্তু আমি আপনাদের সম্পূর্ণ বাংলায় ফিশিং সাইট তৈরি করা শিখাব তা ও আবার বাংলায়! অবিজ্ঞরা দূরে থাকেন। শুদু মাত্র আপুনু যদি নতুন ফিশিং শিখতে চান তাইলে টিউনটা ফলো করুন।
ডেমো দেখতে ক্লিক করুন এখানে -- 
Screenshot_72
এখনতো দেখলেন কত সুন্দর অটো লাইক 😛 কিন্তু এর ভিতরে আছে ফিশিং 😀 আপুনি এই রকম ডিজাইন করে হয়ত অনেকের আইডির পাসওয়ার্ড জানতে পারবেন 😀 কিন্তু কোন খারাপ উদ্যেশে ব্যবহার করবে না 😀 (বলে কি হবে হ্যাকিং তো খারাপ উদেশ্য অথবা ব্ল্যাক মিল) আপনার যাই ইচ্ছা করবেন আমি কোন দায়ী থাকব না।

ফিশিং কি বা  এটা কি ভাবে কাজ করে?  

এটা যদি এখন আমি বলি তাইলে সবাই হাসা হাসি করবে 😛 কারন ফিশিং সম্পর্কে যানে না না অতচ ফেসবুক চালায় এই রকম মানুষ খুজে পাওয়া খুব কস্ট 😀 তবু ও যদি ফিশিং হ্যাকিং টিউন সম্পর্কে জানতে চাই তাইলে আমার এই  টিউন দেখতে পারেন :-

ফেসবুক হ্যাকিং এর সেরা ৫ উপায়!

কি ভাবে ফিশিং সাইট বানাবো?
হয়ত অনেক জানেন আগে বলেছি যারা জানেন না শুদু মাত্র তাদের জন্য! আমি দেখাব কি ভাবে ওয়ায়পাকাতে ফিশিং সাইট আপুনি বানাবেন ! তাই প্রথমে আপনাকে ওয়াপকাতে একটা সাইট থাকতে হবে 😀 এখনকার ইন্টারনেট যোগে সবার ওয়াপকার সাইট থাকে তাই ওয়ায়পাকাতে কি ভাবে সাইট তৈরি করতে হয় তা আর আমার বলা লাগবে না 😛 তবু ও যদি কেও খুলতে না পারেন তাইলে যোগাযোগ করবেন।
প্রথমে আপনার ওয়ায়পকা সাইটে ডুকুন, তারপর যে সাইটে ফিশিং বানাবেন সেই সাইটের পাশে Manage এ ক্লিক করুন
Screenshot_73
তারপর আপনার সামনে একটা বক্স ওপেন হবে এখন এখান থেকে Admin Mode এ ক্লিক করুন Screenshot_74
  তারপর আপনার সাইট ওপেন হবে এখন সাইটের নিচে দেখবেন লিখা আছে #edit site

Screenshot_75
এখন ইডিট সাইটে ক্লিক করেন ০, তারপর   আপনার সামনে একটা বক্স ওপেন হবে এখন Advanced functions থেকে - WML/XHTML code এ ক্লিক করুন  Screenshot_76
 তারপর আপনার সামনে একটা বক্স ওপেন  হবে
Screenshot_77
এখন  WML/XHTML code এর ঘড়ে এই নিচের কোড গুলা copy করে pase করুন  !!! 
কোডঃ ভিউ  ডাউনলোডঃ এখানে ক্লিক করুন 

সরাসরি টেক্সট ফাইল ডাউনলোড করুন এখান থেকে 

এখন অকে করুন 😀 ব্যাস কাজ শেষ :p এখন আপনার সাইট দেখুন 😛 টিক অটোলাইক এর মতন হয়ে গেছে 😀 এখন এটার লিংক শেয়ার করতে থাকেন 😛 আর যে আপনার সাইটে লগিন করবে তার ইমেইল পাসওয়ার্ড আপনার ইমেইলে চলে যাবে :)
হ্যাপি হ্যাকিং! 

Without YouTube and websites, but you can do a Google adasensa account active ইউটিউব ও ওয়েবসাইট না থাকলেও আপনি একটি গুগল আডসেন্স অ্যাকাউন্ট এক্টিভ করতে পারবেন

Without YouTube and websites, but you can do a Google adsense account active


Bangladesh from Adsense is very different road kathina tape easily you can make 
your Google Adsense account . For your blog / website is not required. How ?? Just do the following steps follow.
Step 1: This is  the link to go there  and "Join 
now for free" click on the link was.
Step 2: Fill out the form and "Join The 
Celebrations" click on the link was.
Step 3: Then, "I will do it later" was the click.
Step 4: Homepage find out.
Step 5: Now the "Upload your photo" click on the. 
His profile of the original photo upload 
for. The "Upload Photos" go to upload 
your own 10+ original photos.
Step 6: Then Account> Edit profile Go and 
get 50% + profile complete.
Step 7: The Media> Blogs Write to go in and 
click on the Blogs.
Step 8: Now, on the subject of the minimum 
two of the article post (Without money online 
earn). Article unique and must be 250 words.
Step 9: Now Homepage go to "Google 
Adsense" link at the click Quick Add.
Step 10: Instruction follow and to apply for the Google Adsense.
Step 11: Indyarocks will mail to you, 
then your profile check Indyarocks will. Then Google Adsense will mail to you. Please fill in the form and submit.
Step 12: 1-7 days GoogleAdsense
account will legs.

বাংলাদেশ থেকে Adsense পাওয়া খুব কঠিন।তবে ভিন্ন রাস্তা ব্যবহার করে খুব সহযেই আপনি করে ফেলতে পারেন
আপনার Google Adsense account। এর জন্য আপনার blog/website এর প্রয়োজন নাই। কিভাবে করবেন?? শুধু নিচের steps follow করেন।
Step 1: এই এইখানে লিংক এ যান এবং “Join
now for free” লিঙ্কটিতে click করেন।
Step 2: ফরমটি পূরণ করুন এবং “Join the
celebrations” লিঙ্কটিতে click করেন।
Step 3: এরপর “I will do it later” এ click করেন।
Step 4: Homepage টি পাবেন।
Step 5: এখন “Upload your photo” এ click করেন।
নিজের original photo upload করেন profile এর
জন্য। এরপর “Upload Photos” এ গিয়ে upload
করুন নিজের ১০+ original photos।
Step 6: Then Account > Edit profile এ যান এবং
৫০%+ profile complete করুন।
Step 7: এরপর Media > Blogs এ যান এবং Write
Blogs এ click করেন।
Step 8: এখন যেকোন বিষয়ের উপর minimum
২ টা article post করেন (without online money
earn)। Article unique এবং ২৫০+ words হতে হবে।
Step 9: এখন Homepage এ গিয়ে “Google
Adsense” quick link টিতে click করুন।
Step 10: Instruction follow করুন এবং Google Adsense এর জন্য apply এর করুন।
Step 11: Indyarocks আপনাকে mail করবে,
এরপর Indyarocks আপনার profile check করবে। Then Google Adsense আপনাকে mail করবে। ফরমটি পূরণ করে submit করুন।
Step 12: ১-৭ দিনের মধ্যে GoogleAdsense
account পায়ে যাবেন।

Build Own Web Server আমাদের নিজেদের ওয়েব সার্ভার নিজের পিসিতে তৈরি করি

২. যেহেতু সব কিছু নিজের পিসিতে তাই দ্রুত পরিবর্তন করা যায় । নতুন কিছু যোগ ও করা যায়
৩. অপলোড এর ঝামেলা নেই

অসুবিধাঃ

১. সবচেয়ে বড় অসুবিধা হল ব্যান্ডউইথ। কোন unlimited plan অথবা Lan না থাকলে লাভের চাইতে ক্ষতিই বেশি হবে।
২. সার্ভার চালু রাখতে হলে আপনার পিসি সব সময় চালু রাখতে হবে
৩. আরেকটা অসুবিধা হল Speed । আমাদের দেশে ইন্টারনেট এর স্পীড অনেক কম একারনে সার্ভারের স্পীড ও কম হবে। নিজের সাইট কে popular বানাতে চাইলে এটা worse option । অনেক ভিজিটর থাকলে সার্ভার বিপুল সময় নিবে
উপরের কথা গুলো শুনে অনেকেই ডিমোটিভেটেড হয়ে গেছেন। আরে ভাই একটা জিনিস করতে পারার আনন্দটাই সবচেয়ে বড় পাওয়া। আমি লিমিটেড প্লান এর মডেম চালাই তাও বেশ কিছুদিন সার্ভারের টেস্ট রান করিয়েছি। নিজের টাকার বিপুল পরিমান বাশ দিয়েছি 😛
আর কথা না বাড়িয়ে শুরু থেকে শুরু করা যাক

যা যা লাগবে :\

Xampp সফটওয়্যার। আমরা অলস জাতি তাই এটাই আমাদের কাজের জন্য যথেষ্ট। আমাদের যা যা দরকার সবই আছে এর মধ্যে- Apache, PHP, MySQL । এবং এটা সব configuration এর কাজ করে দিবে।
এই সফটওয়্যার এর latest installer version ডাউনলোড করব।
আপাতত এটাই latest - xampp-win32-1.8.3-4-VC11-installer.exe (125 mb) (direct link)
ভাই আপনার চাইতে আমি আরো বড় অলস । লেখা লিখি করতে মন চায় না তাই লেখা কম ছবি বেশি। কেউ মাইন্ড খাইয়েন না। ধাপে ধাপে ছবি ও কথা অনুসরন করুন।
১. Xampp সফটওয়্যার installer টি run as administrator দিয়ে চালু করুন
Screenshot_1
২. এন্টিভাইরাস থাকলে warning দিতে পারে। এটা কোন সমস্যা না। antivirus disable করে অথবা না করেই yes চাপুন সেটা আপনার ইচ্ছা। 😀
Screenshot_2
৩. আরো একটা ওয়ার্নিং !! যা বলতেসে তা করতে পারেন অথবা বুড়ো আঙ্গুল দেখিয়ে এগিয়ে যান
Screenshot_3
৪. আরে ভাই এটাও বলা লাগবে? Finish না আসা পর্যন্ত চাপতে থাকুন। 3 কি চাপবেন?! “Next” 😛
Screenshot_4
Screenshot_5
Screenshot_6
Screenshot_7
Screenshot_8
Screenshot_9
৫. Finish বাটন আসলে “Do you want to start the control panel now” untick দিয়ে finish চাপুন
Screenshot_10
৬. এবার Start>programs>xampp>xampp control panel অথবা c:\xampp\xampp-control.exe run as administrator দিয়ে চালু করুন।
নিচের ২ নং ছবির মত আসবে...
Screenshot_11
Screenshot_12
৭. এবার apache এর পাশের red cross এ ক্লিক করলে service install এর জন্য বলবে। সেখানে yes চাপুন। একই ভাবে mysql এরটাও করুন। আপাতত আমাদের এই দুইটা হলেই চলবে।
Screenshot_13
Screenshot_14
Screenshot_15
৮. এরপর apache & mysql start বাটন চেপে চালু করুন। (**এ পর্যায়ে অনেকেই সমস্যার সম্মুক্ষিন হতে পারেন )
Screenshot_17
Screenshot_18
৯. এখন একটা ব্রাউজার খুলে address bar এ লিখুন “ Localhost “ । যদি নিচের মত আসে তাহলে ধন্যবাদ দিন নিজেকে।
Screenshot_20
১০. বাম পাশে status এ ক্লিক করে দেখুন প্রথম ৩/৪ টা সার্ভিস Activated কিনা
Screenshot_21
১১. এরপর security তে ক্লিক করুন। দেখবেন আমার যেখানে secure লেখা সেখানে আপনার unsecure লেখা। কারন এই screen shot টা ভুলে তখন নেই নাই :v যাই হোক secure করার জন্য নিচে একটা লিঙ্ক দেয়া আছে ওইটায় ক্লিক করুন
Screenshot_22
Screenshot_23
১২. এখানে mysql এর root user এর জন্য password দিয়ে password changing এ ক্লিক করুন। পরে xampp directory protection এর জন্য user & pass দিয়ে make safe এ ক্লিক করুন।
Screenshot_24
১৩. এবার আবার localhost এ গিয়ে PhpMyadmin এ ক্লিক করলে লগিন এর পেজ আসবে সেখানে Mysql এর ইউজার root এবং আপনার সেট করা password দিয়ে লগিন করুন।
Screenshot_25
Screenshot_26

এবার আমরা সার্ভারে ওয়েভ সাইট ইন্সটল করব...

এক্ষেত্রে আমরা WordPress ইউজ করছি। না থাকলে ডাউনলোড করে নিন এখান থেকে।
১. প্রথমে c:\xampp\htdocs ফোল্ডারটিকে রিনেম করে দিব “htdocs_default” নামে এবং নতুন একটি folder বানবো “htdocs” নামে
Screenshot_27
২. এবার ডাউনলোড করা wordpress.zip এর সব htdocs ফোল্ডার এ কপি করতে হবে
Screenshot_28
Screenshot_29
৩. এখন phpmyadmin এ গিয়ে create database এ wordpress নামে একটা database বানাবো
Screenshot_30
৪. এবার ব্রাউজার এ localhost/wp-admin/install.php লিখে এন্টার চাপলে ছবির মত আসবে। সেখানে সব কিছু পুরন করে “install wordpress” চাপলে “success” পেজ আসবে
Screenshot_31
Screenshot_32
Screenshot_33
৫. ওখানে লগিন চেপে username & password দিলে wordpress এর admin panel আসবে।
Screenshot_34
৬. এখন অন্য একটা ট্যাব এ localhost ওপেন করলে আপনার ওয়ার্ডপ্রেস সাইট দেখতে পাবেন
Screenshot_35
উফফ... শেষ হল localhost এ সার্ভার ইন্সটল। এসব আমি না বললেও পারতাম কারন আগে এ নিয়ে অনেক টিউন হয়েছে। যারা করেছিলেন তারা এখানে এসে গলা বাজি করতেও পারেন।তাদের বলছি... শুধু নতুনদের জন্য ছিল এ পার্টটুকু।
সার্ভারতো বানালাম লোকাল ip দিয়ে অ্যাক্সেস ও করা যাবে কিন্তু যারা আমার নেটওয়ার্ক এ নেই মানে সারা দুনিয়ার মানুষ, তারা কি আমার ওয়েব সাইট দেখতে পারবে না?
উত্তরঃ পারবে। তবে একটু কষ্ট করতে হবে। সবাই অ্যাক্সেস করার জন্য আমাদের external ip দরকার যা internal ip থেকে সম্পুর্ন ভিন্ন। আমাদের সবার ই একটা করে আলাদা আলাদা external ip আছে । http://whatsmyip.org/ এখানে গেলে ip টা দেখা যাবে । লজিক বলে , ওই ip সরাসরি ব্রাউজার এ টাইপ করে আমাদের ওয়েব সাইট অ্যাক্সেস করা যাবে, কিন্তু না... আমাদের পিসির ফায়ার ওয়াল এবং সবচেয়ে বড় কথা আমাদের ISP ,সার্ভারের জন্য দরকারি পোর্ট 80 সহ অন্নান্য পোর্ট বন্ধ করে রাখে। পোর্ট খোলার জন্য firewall execption set করতে হয় এবং যদি router ইউজ করি তবে তাতে port forward করতে হয়। port forward এর নিয়ম সার্চ করলে পাওয়া যাবে। আমার router নাই তাই ওভাবে দিতে পারলাম না। আবার অনেক সময় external ip গুলো dynamic হয়ে থাকে মানে প্রতি বার change হয়, যেমনটা আমার modem এ হয়।
(অনেকের পোর্ট 80 & 8080 firewall disable করলেই ওপেন হতে পারে তারা
এখান থেকে টেষ্ট করে নিবেন http://www.whatsmyip.org/port-scanner/ । খোলা থাকলে নিচের ২ নং সমাধান ফলো করার দরকার নাই।)

সমাধান ১ :

যেহেতু আমদের প্রথমিক লক্ষ্য বাহির থেকে সাইট অ্যাক্সেস করা তাই সহজে তা কিভাবে করা যাবে সেটা আগে দেখি
১. প্রথমে ngrok নামে এই সফটওয়্যার টি নামিয়ে নিন এখান থেকে
২. Ngrok.zip এর মধ্যে ngrok.exe ফাইল পাবেন । ওটাকে c:\windows\system32 তে কপি করে দিন।
৩. এবার নোটপ্যাড ওপেন করে “ ngrok 80 “ লিখে anything.bat নামে যেকোন জায়গায় সেভ করুন।
Screenshot_49
৪. এবার বানানো ফাইলটিতে right click করে run as administrator দিয়ে চালু করুন। সব ঠিক থাকলে নিচের মত আসবে
Screenshot_50
৫. এখন ব্রাউজার এ localhost:4040 লিখে এন্টার দিলে আমার মত আপনার সাইটের জন্য লিঙ্ক পাবেন। ওই লিঙ্ক এ ক্লিক করে দেখুন আগে বানানো ওয়ার্ডপ্রেস সাইট টা আসে কিনা। যদি আসে তাহলে আর কি? দিয়ে দিন ওটা আপনার বন্ধুকে টেষ্ট করার জন্য, আশা করি সে আপনার সাইট অ্যাক্সেস করতে পারবে
Screenshot_51

কিছু কথাঃ

ngrok software টি VPN এর মাধ্যমে কাজ করে। এটা ফ্রি কিন্তু প্রতিবার connect করলে এটা different লিঙ্ক assign করবে। যা ওয়েব পাব্লিশ এর জন্য সুবিধা জনক না। নিজের ইচ্ছামত hostname দেয়া যায় কিন্তু এটা ওদের প্রিমিয়াম feature।
সমাধান ২ : (port forwarding- software method)
(এই সমাধানটি lan connection এর ক্ষেত্রে ট্রাই করা হয় নাই। )
১. পিসির firewall disable করুন
২. Simple port forwarding সফটওয়্যার টি নামিয়তে নিন এখান থেকে
৩. সফটওয়্যার টি ইন্সটল করে ওপেন করুন
Screenshot_36
৪. Router drop down এ আপনার router এর নাম থাকলে ভাল ওটা সিলেক্ট করুন ,না থাকলেও কোন সমস্যা নাই 😛
৫. নিচের খালি জায়গায় right ক্লিক করে add new তে যান। সেখানে ছবির মত 80 & 8080 পোর্ট দুটি add করুন
Screenshot_37
Screenshot_38
৬. এবার update router চাপুন। দেখবেন অনেক কিছুই আসবে, ওয়রনিং অথবা error ও আসতে পারে তাতে কোন সমস্যা নাই। সব শেষে done আসলে কাজ শেষ। এবার সফটওয়্যার টি ক্লোজ করে দিন
Screenshot_39
Screenshot_40
৭. এখন http://www.whatsmyip.org/port-scanner/ এখানে গিয়ে 80 & 8080 পোর্ট দুটি টেষ্ট করে দেখুন ওপেন দেখায় কিনা? ছবির মত দেখালে সব ঠিক আছে.. 😀
Screenshot_41 Screenshot_42
৮. এখন আপনার external ip ব্রাউজার এ লিখে এন্টার চেপে দেখুন যে আগে বানানো ওয়ার্ডপ্রেস সাইট টি আসবে। বন্ধুকে ip টা দিয়ে ট্রাই করতে বলেন। আশা করি কাজ হবে
*** কিছু কথাঃ
সফটওয়্যার টির কার্যক্ষমতা আমার জানা নাই কিন্তু আমার মডেম এ কাজ হয়েছে। আমি আমার সার্ভিস প্রভাইডার কে port forward নিয়ে জানতে চাইলে তারা বলেন যে আমার মডেম এ port forward সম্ভব না এটা করতে হলে router মডেম লাগবে। তারা কি জানে না যে এভাবেও কাজ হয়?!
সার্ভারে ডোমেইন নেম এ্যাড করাঃ (dynamic ip এর সমাধান)
আগেই দেখেছি ngrok ডোমেইন নেম provide করে কিন্তু তা dynamic । আমাদের static একটা নেম দরকার। যেহেতু আমরা আমাদের সার্ভার বানাতে কোন টাকা খরচ করছি না তাই এবার ফ্রি ডোমেইন ragistration ইউজ করব।
১. https://www.noip.com/sign-up এখানে গিয়ে সাইন আপ করতে হবে। সাইন আপ এর সময় domain নেম দিবেন যেটা আপনি চান। ফ্রী গুলার শেষে .ddns.net এ ধরনের কিছু থাকবে। আসলে আমাদের টা হবে sundomain
Screenshot_43
২. এবার ওদের dynamic DNS update client (DUC) ডাউনলোড করুন এখান থেকে
৩. সফটওয়্যার টি ইন্সটল করে ওপেন করুন। লগিন এর জায়গা আসলে username & pass দিয়ে লগিন করুন
Screenshot_44
৪. এবার edit host এ ক্লিক করুন। নতুন একটা বক্স আসবে সেখানে আপনার domain টি দেখতে পাবেন। পাশের বক্স এ টিক দিয়ে save চাপুন
Screenshot_45
৫. সব ঠিক থাকলে ছবির মত দেখাবে
Screenshot_46
দাড়ান আর একটু বাকি আছে...
Noip পোর্ট 80 redirect করে না ওরা 8080 করতে পারে তাই আমাদের সার্ভার কে পোর্ট 8080 তেও কাজ করানর জন্য config করতে হবে
৬. Xampp control panel ওপেন করে apache এর বরাবর যে config বাটন আছে তাতে ক্লিক করে Apache (httpd.conf) চাপলে নোটপ্যাড এ config file টা ওপেন হবে । সেখানে “ Listen 80 “ লাইন টা খুজে বের করে তার নিচে “ Listen 8080 “ add করে সেভ করে দিতে হবে। তারপর apache restart করতে হবে।
Screenshot_47 Screenshot_48
এখন আপনার anything.ddns.net এ ঢুকে দেখেন যে আপনার বানানো ওয়ার্ডপ্রেস সাইট টি আসবে!
***কিছু কথাঃ
Noip এর DUC সফটওয়্যার টি dynamic external ip কে ডোমেইন এর সাথে যুক্ত করে। সফটওয়্যার টি চালু না থাকলে ডোমেইন নেম কাজ করবে না কারন ip change হবে কিন্তু ডোমেইন তা জানতে পারবে না । যদি আমরা নিজের .com টাইপ ডোমেইন চাই তাহলেও নিতে পারি তবে এটার জন্য টাকা লাগবে।। 😀
ব্যাস আর কি? এবার চালান ওয়েব সাইট আপনার পিসি থেকে...!!!

Translate

Follow Us

Sign up now

Get Dot com