আমি লেখক নই, আমি কবি নই। টেকনোলোজি নিয়া এট্টু আট্টু লিখি বলে কি গল্প, কবিতা লেখার শখ নেই?
নিজের একটা ব্লগ সাইট আছে সেটাও আবার বাংলা। ইনকাম বলতে কিছুই নাই। শুনেছি ইংরেজীতে ব্লগ লিখে অ্যাডসেন্স দিয়ে অনেকে বড় লোক হয়েছেন। তবে আমি বাংলা ব্লগে যা আয় করি তা আমার চাহিদার চেয়ে সামান্য বেশি। মাথা ঘুরে গেল নাকি? আসলে চাহিদার তো শেষ নেই। তবুও কেন চাহিদার বেশি বললাম জানেন? হুম আজ আমি ব্লগ আয়ের গুষ্টি উদ্ধার করে ছাড়ব গল্প আর বাস্তব উদাহরনে। যদি আপনারা কষ্ট করে আর সময় নস্ট করে আমার ববকানি গুলো শুনেন। আগেই বলছি, আজকের লেখা লিখছি ব্লগিং করে আয় করতে চান এমন নতুন ভাই বোনদের জন্য সাথে এক্সপার্টদের জন্যও। আমি চাই নবীনরা আমার লেখায় কিছু শিখুক আর এক্সপার্টরা যাচাই বাচাই করে ভুল ত্রুটি গুলো ধরিয়ে দিক, মতামত প্রদান করুক। কি যেন বলছিলাম? ও... চাহিদার বেশি ইনকামের কথা। এই কথার মর্মটা বলছি, আমার বয়স এখন ১৭ তে পড়েছে কেবল। বয়সটা পড়াশুনা করার, ঘুরে ফিরে বেড়াবার। কিন্তু জন্মগতভাবে পায়ের রোগ ধরা পরায় আমি এখন সমাজে প্রতিবন্ধী নামের মানুষ। প্রথম প্রথম কষ্ট পেতাম এখন আর পাইনা। এখন আমি এই বয়সেই কিছুটা অর্জন করতে পেরেছি যা আমার সুস্থ সবল বন্ধুরাও পারেনি। আমার পকেট খরচ, নেট খরচ খুব ভালোভাবেই তুলি আমি অনলাইনে একটা ছোট বাংলা ব্লগ লিখে। কিন্তু এবার ঈদে আমি একটু উদ্দেশ্যমূলকভাবেই বেশি আয় করার জন্য নেমে পড়ি। পূর্বের কিছু নিজের জমানো টাকা, আর নতুন কিছু ব্লগ আর ওয়েব সাইট সস্তায় ডিজাইন করে দিয়ে, বিজ্ঞাপনের সামান্য কিছু টাকা দিয়ে আমার ব্যালেন্স দাঁড়ায় সাড়ে সাত হাজার টাকার কিছু বেশি। এই দিয়ে আমি আব্বা, আম্মা, দুই ভাইয়া, তিন ভাইজা, ভাতিজি, দাদি এবং নানীর মধ্যবিত্তদের মত শপিং করিয়ে দেই। আমার এই প্রতিবন্ধক জীবনে আর কি চাই বলুন? এই বয়সে যদি আমি পুরো পরিবারকে শপিং করিয়ে দিতে পারি তাকে চাহিদার বেশি ছাড়া আর কি বলব ভাই?
এবারো আমি লাইনচ্যুত। দরকারী থেকে অদরকারী গল্পে চলে গিয়েছিলাম। আমাকে ফোন দিতে দিতে বিরক্ত করে তুলেছিলেন বেশ কিছু পাঠক। তাদের জন্যই উৎসর্গ করলাম আজকের লেখা। তাদের একটাই প্রশ্নঃ তাঁরা কিভাবে ব্লগিং করে আয় করবে? আমি তাদেরকে ভালো উত্তর দিতে পারিনি। কারণ কিভাবে দিব? ইনকাম তো রাতারাতি হয় এমন কোন মন্ত্রের বিষয় নয়। আসলে অনেকে ব্লগ থেকে আয় ব্যাপারটিই বুঝেনা। তাদের জন্যই আজকের গল্প। শুধু গল্প নয় রয়েছে বিশ্লেষণও!!! আমি এখনও গল্পই কিন্তু শুরু করিনি কিন্তু অনেক বেশি বকবক করে ফেলেছি। আপনি যদি বিরক্ত হয়ে থাকেন তাহলে আমার কিছুই করার নাই। আর যারা আমার সাথে আছেন তাঁরা চলুন। আমি একটি রূপক গল্প বানিয়েছি যা সম্পূর্ণ কাল্পনিক। কিন্তু যা আপনাকে পরিষ্কার ভাবে ব্লগিং এবং ব্লগিং থেকে আয়ের ধারণা দিবে। তবে চলুনঃ
ব্লগিং নিয়ে আমার লেখা রূপক একটি গল্পঃ
মিঃ পিয়াস একজন অনার্সের ছাত্র। ভালো লেখার হাত আছে। সাস্থ্য সম্পর্কে ভালো লিখতে পারেন। কিন্তু আশ্চর্য ব্যাপার হল তিনি মেডিকেলের ছাত্র নন। তিনি গ্রামে থাকায় শহরে লাইব্রেরীতে গিয়ে সাস্থ বিষয়ক বই পড়তেন তিনি। একদিন হাঁটতে হাঁটতে একটা ভিন্ন ধর্মী আইডিয়া মাথায় আসল তাঁর। তিনি চিন্তা করলেন মানুষ তো লাইব্রেরীতে গিয়ে বই পড়ে বিভিন্ন লেখকদের। কিন্তু আমি নাহয় এমন একটি আশ্চর্য জনক লাইব্রেরী বানাই যেখানে শুধু আমার হাতে লেখা বিভিন্ন সাস্থ বিষয়ক টিপস, আর্টিকেল ডেস্কে সাজানো থাকবে? ঠিক পরে পরেই তিনি লজ্জা পেয়ে বসলেন। এটা কোন আইডিয়া হল নাকি? লাইব্রেরী তো লাইব্রেরীই। সেখানে আবার হাতে লেখা কোন বই পত্র থাকে নাকি আর কেই বা এখানে পড়তে আসবে? তাছাড়া আমিতো একজন চেনা পরিচিত কোন লেখকও না। এইসব চিন্তা করতে করতেই মিঃ পিয়াস সেদিন পার করে ফেললেন। কিন্তু তিনি কিছু ভেবে বসলেন আর তা করবেন না সেরকম লোকও তিনি নয়।আর সেই গুণই পিয়াসকে সেই হাস্যকর আইডিয়ার একটি ছোট লাইব্রেরী বানালেন। একটি ঘর, একটি টেবিল, কাগজে লেখা কিছু সাস্থ্য বিষয়ক নিজের লেখা আর্টিকেল। মানুষ তো এই পাগলামি দেখে শুধুই হাসাহাসি করলেন। কেউ পড়েনা তো পড়েইনা উল্টো হাসি ঠাট্টা করেন। তিনি তো একদিন দুঃখে সেই লাইব্রেরী বন্ধই করে দিলেন। কিন্তু না, তাঁর মনোবলে আবার শুরু করলেন সেই কাজ। এবার মানুষ একটু কৌতূহল নিয়েই সেখানে গিয়ে লেখাগুলো উলটে পাল্টে দেখলেন, কিছু পড়লেন। আর এতেই আশ্চর্যজনকভাবে পাল্টে গেল সেই হাস্যকর লাইব্রেরীর অবস্থা! প্রথম যে লোকগুলো তাঁর লেখা পড়েছিলেন তাঁরা সেই লেখা গুলো পছন্দ করার কারনে বিভিন্ন লোকের কাছে ছড়িয়ে যায় পিয়াস সাহেবের সেই ভিন্ন রকম লাইব্রেরীর কথা। প্রতিদিন নতুন নতুন লেখার চেষ্টা করেন মিঃ পিয়াস। পাশাপাশি তিনি বিভিন্নভাবে মার্কেটিংও শুরু করে দিলেন। এতে আরও পাঠক বাড়তে থাকল তাঁর। মজার কথা হল পাঠক বাড়ার পাশাপাশি মিঃ পিয়াস তাঁর লাইব্রেরীতে বেশ কিছু আগ্রহী লেখকদেরও খোঁজ পেয়ে গেলেন। তিনি এরপর তাঁর আগ্রহী বন্ধু এবং সকল আগ্রহী লেখকদের লেখাও রাখতে শুরু করলেন। বাড়ল পাঠক, বাড়ল লেখক। তিনি ভাবলেন এতো লোকের যাওয়া আসা এখানে। তো একটি বিজ্ঞাপন এজেন্সির সাথে যোগাযোগ করলে কেমন হয়? তিনি একটি বিজ্ঞাপন এজেন্সীর সাথে যোগাযোগ করে ফেললেন। কিন্তু তাঁরা আগ্রহ দেখালেও পাঠক সংখ্যা খুব বেশি না হওয়ায় বিজ্ঞাপন মূল্য খুব কম বলল। তবুও মিঃ পিয়াস রাজি হয়ে গেলেন। কারণ তিনি ভাবলেন "নাই মামার চেয়ে কানা মামা ভালো" । বিজ্ঞাপনী সংস্থাটি তাঁর সাথে চুক্তি করল যে, লাইব্রেরীর দেয়ালে বিভিন্ন ফাঁকা জায়গায় বিজ্ঞাপনী এজেন্সির প্রতিনিধি প্রতিদিন এসে বিজ্ঞাপনমূলক পোস্টার লাগিয়ে যাবেন। আর এক মাসে এজন্য তাঁকে দেয়া হবে ৫০০০ টাকা। প্রথম মাসের টাকা পেয়ে তিনি বেশ খুশি। খুব সামান্য টাকা নিজে পকেটে পুড়ে বাকি টাকা দিয়ে লাইব্রেরীর কিছু কাজ করালেন, তাঁর লাইব্রেরীতে যারা লেখেন তাদেরকে খুশি করতে একটি ভোজ আয়োজন করলেন এবং স্থানীয় একটি পত্রিকায় একটি বিজ্ঞাপন দিলেন তাঁর ভিন্ন স্বাদের লাইব্রেরীর। এতে সামান্য কিছু নতুন পাঠকও পেলেন তিনি। কিন্তু বড় একটি প্রাপ্তি পেলেন তিনি এতে। কিছুদিন পর এক সাংবাদিক তাঁর এই মজার এবং ভিন্নধর্মী লাইব্রেরী নিয়ে পত্রিকায় একটি লেখা প্রকাশ করলেন। আর তারপরের ঘটনা স্বপ্নের মত হয়ে গেল মিঃ পিয়াসের কাছে। পাঠক সংখ্যা বাড়তে বাড়তে সারা দেশে সাড়া পড়ে গেল এই ভিন্ন রকম লাইব্রেরীর কথা। এখন তাঁর অনেক অনেক পাঠক এবং লেখক। সম্পূর্ণ বিনামূল্যে পড়তে থাকল পাঠকরা। লেখকরাও কিছু সম্মানী পেতে লাগলেন। বিজ্ঞাপনী সংস্থা বাড়িয়ে দিয়েছে বিজ্ঞাপন মূল্য। আর এছাড়াও তিনি দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কোম্পানির কাছে থেকে মোটা অংকের বিজ্ঞাপন পেতে লাগলেন। ব্যাস, নানা উন্নতি করতে করতে মিঃ পিয়াসের এই লাইব্রেরী অনেক বড় অবস্থানে। চারিদিকে তাঁর লাইব্রেরীর নাম ডাক এবং সাথে তো অনেক আয় করতেই লাগলেন। বিজ্ঞাপনের পাশাপাশি তিনি কিছু নতুন নতুন আয়ের পথও বের করেছিলেন। যেমনঃ তাঁর ভালো ভালো লেখা বিক্রি করেন বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে অনলাইনের মাধ্যমে। সামান্য কিছু মূল্যের বিনিময়ে চালু করেন প্রিমিয়াম পাঠক সুবিধা। চলতে লাগলো মিঃ পিয়াসের জীবন.........।
গল্প বিশ্লেষণঃ
আমার জীবনে লেখা এটা দ্বিতীয় গল্প। জানি লেখকের মত গল্প লিখতে পারিনি। তাঁর প্রয়োজনও নেই। কারণ গল্প লেখাটা আমার উদ্দেশ্য ছিল না। গল্পটি যেহেতু রূপক আর সেটা দিয়ে আজকের টপিকস ব্লগিং আয়কে বুঝানোই আমার মূল উদ্দেশ্য। দুনিয়ায় এমন কোন লেখক আছেন যিনি তাঁর গল্পের বিশ্লেষণ করেও দেন? কিন্তু মজার ব্যাপার আমি আমার নিজের গল্প নিজেই বিশ্লেষণ করে দিব। আসুন ... আমি এই গল্প বিশ্লেষণ করতে মডেল হিসেবে বেছে নিব টেকটিউনসকে। তবে মনে রাখবেন আমি কিন্তু টেকটিউনসের প্রতিষ্ঠার ইতিহাসের ব্যাপারে জানিনা। কারণ টেকটিউন্স ২০০৮ সালে প্রতিষ্ঠা হলেও আমি টিটির সাথে পরিচয় হই ২০১১ সালের প্রথম দিকে। টিটির প্রতিষ্ঠা ইতিহাস না জানা থাকলেও অনুমান করে বলতে পারি আমার গল্পের কাহিনীর মত কষ্ট করে আজ ২০১৪ সালে পূর্ণ প্রতিষ্ঠিত।
এবার আসি বিশ্লেশনে, এখানে গল্পের লাইব্রেরীকে তুলনা করেছি একটি ব্লগ (টেকটিউনস) এবং মিঃ পিয়াসকে তুলনা করেছি টেকটিউনসের প্রতিষ্ঠাতা মেহেদি হাসান আরিফ ভাইকে আর লেখক এবং পাঠক হিসেবে ধরেছি আমাদের মত টিউনার এবং টিউন পাঠককে। এটাই আমার গল্পের চরিত্র পরিচয়। আশা করছি আমার গল্পের মূল ভাব বুঝেছেন।
ব্লগ হল এমনই একটি প্লাটফর্ম যেখানে বিষয়ভিত্তিক নতুন নতুন লেখা থাকবে। যা লিখবেন আপনি। অবশ্যই মিঃ পিয়াস যেমন বই পড়ে পড়ে জ্ঞান নিয়ে নতুন আর্টিকেল লিখেছেন তেমন আপনাকেও আপনার ব্লগে লিখতে হবে। টেকটিউন্সে প্রথম দিকে হয়ত টিটির প্রতিষ্ঠার পিছনে থাকা ভাইরাই লিখত যেমনটি করেছেন মিঃ পিয়াস। আর তারপর মিঃ পিয়াস তাঁর কার্যক্রম চালাতে থাকেন তেমনি টেকটিউনসও চালাতে থাকে তাদের কার্যক্রম। এক সময় পরিচিত হয়ে পড়ে অনেক টেকনোলোজি লাভারের কাছে। বাড়তে থাকে টেকটিউনস লেখক এবং পাঠক সংখ্যা। ঠিক এভাবেই বেড়েছিল মিঃ পিয়াসের লাইব্রেরী পাঠক এবং লেখক সংখ্যা। তাঁরপর আসতে থাকে বিজ্ঞাপন। আর তা থেকেই শুরু হয় আয়।
যারা একদম নতুন এবং ব্লগ থেকে আয় করতে চান তাদের জন্যই আমার এই বিশ্লেষণ। আশা করছি গল্পের সাথে বিশ্লেষণটি মিলালেই পেয়ে যাবেন ব্লগ এবং ব্লগ থেকে আয়ের সংজ্ঞা। অর্থাৎ ধৈর্য সহকারে আপনাকে একটি ব্লগ চালাতে হব। কপি পেস্ট লেখা দিয়ে নয় নিজে যা জানেন সেটাই লিখতে হবে। মিঃ পিয়াস যেমন মার্কেটিং করেছেন আপনাকেও ব্লগের মার্কেটিং করতে হবে। আর এই মার্কেটিং বলতে আমি এসইও কেই বুঝাচ্ছি। তাঁরপর এক দুই তিন করে বাড়তে থাকবে আপনার পাঠক সংখ্যা। তবে সেই পাঠক যদি আপনার লেখায় আকৃষ্ট হয় তবেই আপনি আরও পাঠক পাবেন অন্যথায় পাঠক বাড়ানো সম্ভব নয়। এছাড়াও আপনার ব্লগ বড় হওয়ার সাথে সাথে পেয়ে যাবেন বেশ কিছু আগ্রহী লেখক। তাদের লেখাও প্রকাশ করুন আপনার ব্লগে। তারপর যখন আপনি একটি বড় প্লাটফর্ম তৈরি করে ফেলবেন অর্থাৎ অনেক অনেক পাঠকের আনাগোনা হবে আপনার ব্লগে ঠিক তখনই আপনি আয়ের দিকে নজর দিবেন। তাঁর আগে যিনি আয়ের দিকে নজর দিবেন তিনিই মাটিতে পড়বেন ধপাশ করে।
শেষ কথাঃ
এই পোস্টটা এখন পর্যন্ত সবচেয়ে বড় লেখা। লিখেছি প্রায় ৩ ঘন্টার বেশি সময় ধরে। আঙ্গুল ব্যাথায় টনটন করছে। তাই শেষ কথাও বাড়িয়ে বলতে পারছিনা। শুধু বলব এই লেখা শুধুমাত্র ব্লগিং আয় করতে চান এমন নবীনদের জন্য। আর এক্সপার্টদের কাছে মতামত চাই। আরেকটি কথা নবীনদের জন্য বলব, আপনি যদি ব্লগ থেকে আয়ের ব্যাপারে আমার গল্প থেকে বুঝানো সারমর্ম কিছুটাও বুঝতে পেরে থাকেন তাহলে আমি বলব আপনি আজ না পারেন কাল না পারেন পরশু আপনি ঠিকই সফল হবেন। এটা তো গেল শুধু প্রথম দিকের কথা। তারপর ব্লগিং বিষয়ে সাহায্য লাগলে আপনার পাশে আছিই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ
No comments:
Write commentsNote: Only a member of this blog may post a comment.