প্লে স্টোর চালাইনি এমন কোনো এন্ড্রয়েড ইউজার খুজে পাওয়া মুশকিল হবে। যেকোনো এপস্ ডাউনলোড করার জন্য সবচেয়ে সহজ একটা মাধ্যম এটি। আজকে আমি আপনাদের সাথে এন্ড্রয়েডের প্লে-স্টোর নিয়ে বকবক করবো না। তবে আপনার স্বাদের পিসির জন্য নিয়ে এসেছি পিসি এপস্ স্টোর। অনেক জটিল সব ফিচার পাবেন এই এপস্ এ-
চাইলেই সহজেই যেকোনো এপস্ ডাউনলোড করতে পারবেন, এর সবচেয়ে বড় সুবিধা হলো যেকোনো নতুন এপস্ রিলিজ হলে তা আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে। চলুন তাহলে এর ফিচারগুলো দেখে নেই-
Apps Name: Pc App Store
Publisher: Baidu Online Network Technology
ডাউনলোড করুন এখান থেকে
ফিচারসমূহ-
-সহজেই যেকোনো এপস্ ডাউনলোড করতে পারবেন
-কোনো এপস্ এর নতুন ভার্শন বের হলে তা আপনাকে জানিয়ে দিবে
-আপনার ইনস্টল করা এপস্ খুব সহজেই এখান থেকে রিমোভ করতে পারবেন
-সহজেই যেকোনো এপস্ খুজে পেতে রয়েছে সার্চ এঞ্জিন বার
-যেকোনো লেটেস্ট গেম পেতে পারবেন খুব সহজেই
-ক্যাটাগরি অনুযায়ী এপস্ খুজে পেতে পারবেন সহজে
-এছাড়া আপনার পিসির জন্য জটিল সব ওয়ালপেপার কালেকশন করতে পারবেন এখান থেক।
-এক কথায় অসাধারন
ইন্টারফেস পরিচিতি-
আপনার পছন্দের ক্যাটাগরি করে ডাউনলোড করতে পারবেন-
যেকোনো এপস্ সহজেই আপডেট করতে পারবেন-
সহজেই গেম ডাউনলোড করতে পারবেন-
ডাউনলোড করুন এখান থেকে
আশা করি ভালো লাগবে।অনেক বকবক করলাম। আজকের মতো এখানেই শেষ করছি।সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।
No comments:
Write commentsNote: Only a member of this blog may post a comment.