কিভাবে Revenuehits একাউন্ট করবেন বা ব্যবহার করবেন ? আয় করুন এডসেন্সের চেয়েও বেশি

 

আসুন আমরা Adsense ও Revenuehits এর কিছু পার্থক্য করি:-

১। ইউনিক কন্টেন্ট, ব্লগের মেয়াদ, ভিজিটর উপর নির্ভর করে অনেক শর্ত  মেনে এডসেন্স জন্য এপ্লাই করতে হয়।
কিন্তু রিভিনিউ হিট এসব লাগে না।
২। এডসেন্স ভিজিটর, এড ক্লিক এর টাকা পে করে। রিভিনিউহিট  একই কাজের জন্য পে করে।
৩। এডসেন্স কপি পেস্ট, সেক্সুয়াল কন্টেন্ট সাপোর্ট করে না। কিন্তু রিভিনিউহিট সবকিছুই সাপোর্ট করে।
৪। এডসেন্স এর জন্য ব্লগস্পট 6 মাস, ওয়েব সাইটের জন্য 10 দিনের পর পর এপ্লাই করতে। কিন্তু রিভিনিউহিট নতুন সাইট বা যে কোন ব্লগসাইট বা ওয়েবসাইটে 30 সেকেন্ড মধ্যে এপ্রুভ করে।
৫। এডসেন্স শুধু মাত্র চেক, ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে। কিন্তু রিভিনিউহিট চেক, পেপাল, পেওনার মাস্টার কার্ড, ব্যাংক ওয়ার সাপোর্ট করে।
৬। এডসেন্স ১০০ ডলার হলে উইথড্র করতে পারবে, কিন্তু রিভিনিউহিট ২০ ডলার হলে উইথড্র করতে পারবে।
৭। এডসেন্স পিন বা ঠিকানা যাচাইয়ের জন্য 45-60 দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়, রিভিনিউহিট এসব কিছুই নাই।
৮। এডসেন্স আনভেলিড ক্লিকের বন্ধ করে দেয়, কিন্তু রিভিনিউহিট তা করে না।
৯। এডসেন্স আনভেলিড বা ফেক ভিজিটর এর জন্য টাকা পে করে না, কিন্তু রিভিনিউহিট পে করে।
১০। এডসেন্স ভূল খুজে আপনার একাউন্ট বন্ধ করে সারা জীবনের জন্য, কিন্তু রিভিনিউহিট করে না।
১১। এডসেন্স রিভিনিউ শেয়ার 68%, কিন্তু রিভিনিউহিট রিভিনিউ শেয়ার 75%।
১২। এডসেন্স পাশাপাশি অন্য কোম্পানী এডস ব্যবহার নিষিদ্ধ, কিন্তু রিভিনিউহিট ব্যবহার করার অনুমতি আছে।
১৩। এডসেন্স পেমেন্ট করে 23-30 তারিখে মধ্যে, রিভিনিউহিট যে কোন সময় পেমেন্ট করে যদি ২০ ডলার থাকে।
১৪। এডসেন্স এড সাইজ অনুযায়ী, কিন্তু রিভিনিউহিট এডস সাইজ আছে।

কিভাবে রিভিনিউহিটস একাউন্ট করবেন ?

আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দিতে চান তাহলে একজন প্রকাশক হিসেবে আপনি সাইন আপ করুন।

অথবা আপনি যদি একজন বিজ্ঞাপনদাতা হিসেবে সাইন আপ করতে চান তাহলে বিজ্ঞাপনদাতা ক্লিক করুন।

এখানে একাউন্ট করেন



1.  রিভিনিউহিট একাউন্ট করার জন্য প্রথমে এই লিঙ্কে যান।
2. তারপর “Join Now” বাটনে ক্লিক করুন।
2.  সাইনআপ  ফরম পূরন করুন এবং Next Step বাটনে ক্লিক করুন।

3. বিবরণ ভরাট এবং Submit বাটনে ক্লিক করুন।
4. আপনার ইমেইল  একাউন্ট  ভেরিফিকেশন করুন।
এখন আপনার বিজ্ঞাপন ইউনিট তৈরি করুন এবং আপনার ব্লগ / সাইট / Apps / উইজেট ইত্যাদিতে বিজ্ঞাপন ব্যবহার করুন।

কিভাবে রিভিনিউহিটস এ আপনার প্রথম বিজ্ঞাপন তৈরি করবেন ?

আপনার অ্যাকাউন্ট তৈরি করার পর আপনার প্রথম বিজ্ঞাপন ইউনিট তৈরি করতে নীচের পদক্ষেপ অনুসরণ করুন :-
RevenueHits অ্যাকাউন্টে সাইন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন।

১. ডান সাইডবারে  “New Placement” এ ক্লিক করুন এবং নতুন সাইট যুক্ত করুন।

২. আপনার একাউন্টের ড্যাসবোর্ড এ “New Placement” এ ক্লিক করে অ্যাডস সেটআপ করুন।
৩.  এখন  বিজ্ঞাপন ইউনিট টাইপ নির্বাচন করুন।
4. আপনার বিজ্ঞাপন একটি নাম দিন বিজ্ঞাপন ইউনিট মাপ নির্বাচন করুন।
এবং Save এ ক্লিক করুন।
আপনার বিজ্ঞাপন কোড দেখার জন্য এখানে ক্লিক করুন।
যেখানে আপনি আপনার বিজ্ঞাপন  প্রদর্শন করতে চান,  সেখানে কোডটি প্রতিস্থাপন (Paste) করুন।
বিজ্ঞাপন থেকে অর্থ আয়ের ইতিহাস।

No comments:
Write comments

Note: Only a member of this blog may post a comment.

Translate

Follow Us

Sign up now

Get Dot com