What is SSL Certificate? Learn more today about. SSL Certificate কি? এর সম্পর্কে বিস্তারিত আজকে জানুন

 

SSL ‍Certificate কি ?
SSL (Secure Sockets Layer) is a secure layer, the site links to a variety of user information the site will encrypt (encrypted) keeps. Visitor information by using SSL Certificate, login name, password, zip code, debit and credit card numbers are safe | As a result, these data can not make hyakara. This is the site for buying safe-cut.
Understand how the site did not have SSL?
The site has SSL Certificate or URL address of the site (URL) at the beginning of https: // will .. And on that URL (URL) at the beginning of the http: // see all that has been on our SSL Certificate. It is not safe to be on the buying-cutting. Below is a picture of SSL Certificate are:
SSL is required?
Online payment card that consumers are buying products online using the card number, secure code is to use the shopping website. If the SSL Certificate on customer information, login name, password, zip code, debit and credit card numbers are safe from the buyer to the site to buy the product online will be the most comfortable. As a result, the card information is stored on the private or byaktigatabhabei. That is why all the e-commerce site using SSL to be seen.
There are different types of SSL:
Domain Validation SSL : the domain name can be established only through SSL. Is that something called SSL Comodo Positive SSL, Thawte SSL 123, RapidSSL Standard, Comodo Essential SSL, etc.. Business Validation SSL : The SSL can be established with a domain name and company name. Is that something called SSL Comodo Instant SSL, GeoTrust True Business ID, etc. Extend Validation SSL : The SSL as well as the name of the company to prove that there will be a green bar, the company name will be written. Is that something called SSL Comodo EV SSL Certificate, GeoTrust True BusinessID EV, etc. Wild Card SSL : This sub-domain SSL Secure SSL sites are all domeinasaha Maine. SSL can not be in another. Is that something called SSL Rapid SSL Wildcard Certificate, Comodo Positive SSL Wildcard, Comodo Essential SSL Wildcard, GeoTrust True Business ID Wildcard etc.



From Bangladesh to buy SSL Certificate  Fog Hosting Limited   the best
__________________________________________________________________
SSL ‍Certificate কি ?
SSL (Secure Sockets Layer) হচ্ছে একটি সিকিউর লেয়ার যা, সাইটের ব্যবহারকারীর তথ্যসহ ঐ সাইটের বিভিন্ন লিংক encrypt (এনক্রিপ্ট) করে রাখে। SSL Certificate ব্যবহার করার দ্বারা ভিজিটরের ইনফরমেশন, লগইন নেম, পাসওর্য়াড, পিন কোড, ডেবিট ও ক্রেডিট কার্ড নম্বর নিরাপদ থাকে| যার ফলে হ্যাকারা এসব তথ্য বের করতে পারে না। ‍এ জন্য এই সব সাইটে কেনা-কাটা করা নিরাপদ।
কিভাবে বুঝবেন সাইটে SSL আছে কি না?
সেসব সাইটে ‍SSL Certificate আছে যেসব সাইটের এড্রেস বা ইউআরএল (URL) এর শুরুতে https:// থাকবে।। আর যে সব সাইটে ইউআরএল (URL) এর শুরুতে http:// দেখবেন সে সব সাইটে SSL Certificate দেয়া নাই। এমন সাইটে কেনা-কাটা করা নিরাপদ নয়। SSL Certificate এর একটি ছবি নিচে দেয়া হল-
SSL এর প্রয়োজন?
ক্রেতা অনলাইনে প্রোডাক্ট কেনার সময় যে অনলাইন পেমেন্ট কার্ড ব্যবহার করে সেই কার্ডের নাম্বার, secure code ব্যবহার করতে হয় সেই কেনাকাটার ওয়েবসাইটে। সাইটে SSL Certificate থাকলে ক্রেতার ইনফরমেশন, লগইন নেম, পাসওর্য়াড, পিন কোড, ডেবিট ও ক্রেডিট কার্ড নম্বর নিরাপদ থাকে তখন ক্রেতা সেই সাইট থেকে প্রোডাক্ট অনলাইনের মাধ্যমে কিনতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবে। এতে করে তার কার্ডের তথ্য প্রাইভেট কিংবা ব্যক্তিগতভাবেই সেই সাইটে সংরক্ষিত থাকে। এ জন্যই সকল ই-কমার্স সাইটে SSL ব্যবহার করতে দেখা যায়।
SSL বিভিন্ন ধরনের হয়ে থাকে :
Domain Validation SSL: এই SSL ‍দিয়ে শুধুমাত্র ডোমেইনের নাম প্রমাণ করা যায়। এমন কিছু SSL এর নাম দেওয়া হল- Comodo Positive SSL, Thawte SSL 123, RapidSSL Standard, Comodo Essential SSL ইত্যাদি।
Business Validation SSL: এই SSL দিয়ে ডোমেইন নাম ও কোম্পানীর নাম প্রমাণ করা যায়। এমন কিছু SSL এর নাম দেওয়া হল-
Comodo Instant SSL, GeoTrust True Business ID ইত্যাদি।
Extend Validation SSL: এই SSL এর মাধ্যমে কোম্পানীর নাম প্রমাণ করার পাশাপাশি একটি গ্রিন বার থাকবে, সেখানে কোম্পানীর নাম লেখা থাকবে। এমন কিছু SSL এর নাম দেওয়া হল- Comodo EV SSL Certificate, GeoTrust True BusinessID EV ইত্যাদি।
Wild Card SSL: এই SSL ওয়েবসাইটের মেইন ডোমেইনসহ সকল সাব-ডোমেইনে ‍SSL সিকিউর করা যায়। যা অন্য SSL এ করা যায় না। এমন কিছু SSL এর নাম দেওয়া হল- Rapid SSL Wildcard Certificate, Comodo Positive SSL Wildcard, Comodo Essential SSL Wildcard, GeoTrust True Business ID Wildcard ইত্যাদি।
বাংলাদেশ থেকে SSL Certificate কেনার জন্য Fog Hosting Limited  সব থেকে ভাল

No comments:
Write comments

Note: Only a member of this blog may post a comment.

Translate

Follow Us

Sign up now

Get Dot com