Showing posts with label Google Tips. Show all posts
Showing posts with label Google Tips. Show all posts

Without YouTube and websites, but you can do a Google adasensa account active ইউটিউব ও ওয়েবসাইট না থাকলেও আপনি একটি গুগল আডসেন্স অ্যাকাউন্ট এক্টিভ করতে পারবেন

Without YouTube and websites, but you can do a Google adsense account active


Bangladesh from Adsense is very different road kathina tape easily you can make 
your Google Adsense account . For your blog / website is not required. How ?? Just do the following steps follow.
Step 1: This is  the link to go there  and "Join 
now for free" click on the link was.
Step 2: Fill out the form and "Join The 
Celebrations" click on the link was.
Step 3: Then, "I will do it later" was the click.
Step 4: Homepage find out.
Step 5: Now the "Upload your photo" click on the. 
His profile of the original photo upload 
for. The "Upload Photos" go to upload 
your own 10+ original photos.
Step 6: Then Account> Edit profile Go and 
get 50% + profile complete.
Step 7: The Media> Blogs Write to go in and 
click on the Blogs.
Step 8: Now, on the subject of the minimum 
two of the article post (Without money online 
earn). Article unique and must be 250 words.
Step 9: Now Homepage go to "Google 
Adsense" link at the click Quick Add.
Step 10: Instruction follow and to apply for the Google Adsense.
Step 11: Indyarocks will mail to you, 
then your profile check Indyarocks will. Then Google Adsense will mail to you. Please fill in the form and submit.
Step 12: 1-7 days GoogleAdsense
account will legs.

বাংলাদেশ থেকে Adsense পাওয়া খুব কঠিন।তবে ভিন্ন রাস্তা ব্যবহার করে খুব সহযেই আপনি করে ফেলতে পারেন
আপনার Google Adsense account। এর জন্য আপনার blog/website এর প্রয়োজন নাই। কিভাবে করবেন?? শুধু নিচের steps follow করেন।
Step 1: এই এইখানে লিংক এ যান এবং “Join
now for free” লিঙ্কটিতে click করেন।
Step 2: ফরমটি পূরণ করুন এবং “Join the
celebrations” লিঙ্কটিতে click করেন।
Step 3: এরপর “I will do it later” এ click করেন।
Step 4: Homepage টি পাবেন।
Step 5: এখন “Upload your photo” এ click করেন।
নিজের original photo upload করেন profile এর
জন্য। এরপর “Upload Photos” এ গিয়ে upload
করুন নিজের ১০+ original photos।
Step 6: Then Account > Edit profile এ যান এবং
৫০%+ profile complete করুন।
Step 7: এরপর Media > Blogs এ যান এবং Write
Blogs এ click করেন।
Step 8: এখন যেকোন বিষয়ের উপর minimum
২ টা article post করেন (without online money
earn)। Article unique এবং ২৫০+ words হতে হবে।
Step 9: এখন Homepage এ গিয়ে “Google
Adsense” quick link টিতে click করুন।
Step 10: Instruction follow করুন এবং Google Adsense এর জন্য apply এর করুন।
Step 11: Indyarocks আপনাকে mail করবে,
এরপর Indyarocks আপনার profile check করবে। Then Google Adsense আপনাকে mail করবে। ফরমটি পূরণ করে submit করুন।
Step 12: ১-৭ দিনের মধ্যে GoogleAdsense
account পায়ে যাবেন।

সোশ্যাল বুকমার্কিং কি এবং এর সুবিধা সমূহ কি কি? সাথে ৫০ টি সাইট লিস্ট।

সোশ্যাল বুকমার্কিং এর গুরুত্ব ওয়েব মাস্টাররা সবাই জানেন, সাইটের seo করতে এর বিকল্প নেই। সোশ্যাল বুকমার্কিং হচ্ছে মূলতঃ ভার্চুয়াল লিংক ডায়েরী। সাধারণতঃ আমরা যখন কোন গুরুত্বপূর্ণ ওয়েবসাইট বা ওয়েবলিংক খুজে পাই তখন সেটা ব্রাওজারে সেইভ করে বা বুকমার্ক করে রাখি। ঠিক একই কাজ আমরা সোশ্যাল বুকমার্কিং সাইটেও করতে পারি। তবে এক্ষেত্রে সুবিধা হচ্ছে লিংকটি আমরা যে কোন যায়গা থেকেই প্রবেশ করতে পারি এবং খুব সহজেই বন্ধুদের সাথেও শেয়ার করতে পারি।
আর তাই সোশ্যাল বুকমার্কিং সাইটের ঠিকানাও জানা দরকার। ওয়েব মাস্টার দের কথা মনে রেখেই আমার এই টিউন। এখানে 50 -রও বেশি সোশ্যাল বুকমার্কিং সাইটের ঠিকানা দেয়া আছে। আশা করি কাজে আসবে সবার।
লিংক সংরক্ষণ ও শেয়ারের ধরণ অনুযায়ী সোশ্যাল বুকমার্কিং তিন প্রকারের হয়ে থাকে।
  • ১। Private Social Bookmarking Site – এই ধরণের সোশ্যাল বুকমার্কিং সাইটে সংরক্ষিত লিংকগুলো যিনি সংরক্ষণ করেছেনে শুধুমাত্র তিনি দেখতে পারেন। সাধারনত Google Bookmarks এই ধরনের সেবা দিয়ে থাকে।
  • ২। Open Social Bookmarking Site – এই ধরণের সোশ্যাল বুকমার্কিং সাইটে শেয়ার করা লিংক গুলো সবার জন্যই উন্মুক্ত থাকে। ফলে যে কেওই অন্যদের শেয়ার করা লিংক থেকে উপকৃত হতে পারেন। Digg হচ্ছে এই ধরণের সোশ্যাল বুকমার্কিং সাইটের সব চেয়ে বড় উদাহরণ।


সোশ্যাল বুকমার্কিং এর সুবিধা সমূহ কি কি?

Top 20 High Page Rank Auto Approve Dofollow Blogs List

এস ই ও এক্সপার্টরা জানেন যে প্রত্যেক ব্লগারকে তাদের ওয়েবসাইটের পেজ রেঙ্ক পাওয়ার জন্য অবশ্যই উচ্চ মানের ব্যাকলিংক প্রয়োজন। বিভিন্নভাবে ব্যাকলিংক পাওয়া যায় যেমন ফোরাম টিউনিং, ডিরেক্টরি সাবমিশন, ব্লগ টিউমেন্ট ইত্যাদি। তাই আমি আজ যে লিস্ট শেয়ার করছি তা দিয়ে আপনারা ব্যাকলিংক তৈরির পাশাপাশি ভালো ভিজিটরও পেতে পারেন।

নিচে ২০ টি উচ্চ পেজরেঙ্ক বিশিষ্ট অটো এপ্রুভ ডুফলো ব্লগের লিস্ট লাগলে নিয়ে নিন।

http://foros.universia.es/
http://www.educause.edu/blog
http://pressblog.uchicago.edu/
http://delong.typepad.com/
http://www.grokdotcom.com/
http://links.org.au/
http://www.currybet.net/
http://blog.mofuse.com/
http://www.socialtimes.com/
http://weblogtoolscollection.com/
http://www.seomoz.org/blog
http://www.communityspark.com/
http://focusorganic.com/
http://www.layercake.net/
http://www.hobo-web.co.uk/seo-blog/
http://www.krisbuytaert.be/blog/
http://blog.dmbcllc.com/
http://therenegadewriter.com/
http://www.iayork.com/MysteryRays/
http://www.lifeinthefastlane.ca/

গুগল এডভান্সড সার্চ অপারেটর ও মডিফায়ারস ফর এসইও লার্নার

আজকে আমার টপিকটি আপনার গুগল এডভান্সড সার্চ এর অভিজ্ঞতাই পালটে দিবে। চলুন তাহলে কথা না বাড়ায়া শুরু করা যাক – গুগল এডভান্সড সার্চ করুন এবং এডভান্সড হউন :) আসলে আপনি একজন সাধারণ Searcher ই হন আর SEO Worker/Learner  ই হন আপনার কাজের দক্ষতা বাড়াতে আপনাকে কিছু টেকনিক ব্যবহার করতে হবে যারা জানেন তাদের Congratulations ! আর যারা জানেন না তারা আক্তু মনোযোগ দিন আসা করি আপনি ও Advanced Search User হয়ে জেতে পারেবেন।
এডভান্সড সার্চ কিছু অপারেটর ও মডিফায়ারস এর উপর নির্ভর করে এগুলো যতটা সম্ভব সহজ করে তুলে ধরতে চেষ্টা করব। প্রথমে এই CHART টা দেখুন –
আগুলো হল সাধারণ কিছু Oparetor আমি Oparetor / Modifiers নিয়ে আলাদা ভাবে আলোচনা না করে একসাথে বেপার গুলা তুলে ধরব।

প্রথম “Query” —  Exact Match Search
Example: “Make money online”
এখানে বলা হচ্ছে আপনার Query কে “” এ রেখে সার্চ করতে কারন কি? নিচের ছবিটা দেখুন –

গুগল এডভান্সড সার্চ অপারেটর ও মডিফায়ারস















এই Search term আমদের Exact Match SERP/ সার্চ রেজাল্ট পেতে সাহাজ্য করবে। আপনি কোন বিষয়ের উপর Exact কোন Information পেতে এই Term টি use করতে পারেন।

এরপর “Query”  –“Query” — Query Exclusion Modifier

Example: “make online money” -“affiliation”
এই term টি কোন টপিক এর সাথে অন্য কোন Specific Related Result Query দেখতে না চাইলে ব্যবহার করতে পারেন। দুটি Query এর মাঝে যেটি দেখতে না চান তার আগে একটা Subtract/ বিয়োগ চিহ্ন ব্যবহার করুন। নিচের ছবি টি খেয়াল করুন –







এক কথায় আপনার Search Query Result  থেকে Specific  কোন Query  এর Result  বাদ দিতে এই বেবস্তা।

Query AND Query — Query Combiner:

Example: “Make online money” AND “affiliation”

এই Term এ দুইটা Query কে এক সাথে করা যায়। AND অপারেটরের সাহায্যে দুইটা Search Query কে একত্রে করা হয় এক টা Search engine Result Page(SERP) এ। নিচের চিত্রে প্রউওগতা দেখুন –

Query OR Query — The Similar Query Search:

Example: “Facebook” CEO OR Founder OR Owner OR Partner
এই Term এ আপনি একাধিক Query একত্র করতে পারবেন OR অপারেটর ব্যবহারে। ধরুন আপনি ফেসবুক এর মালিক,CEO,প্রতিষ্ঠাতা এসব সম্পর্কে জানতে চান আপনার Search term হতে পারে –
“Facebook” CEO OR Founder OR Owner OR Partner
এগুলা হচ্ছে Basic Concept এখন  আমরা একটু Deep এ ঢুকব এই গুলা SEO এর কাজে আমদের অনেক সাহাজ্জ করে।

Site:example.Com — The Site Specific Search:

Example:  Site:dewdropdeveloper.com
এই TERM এর সাহায্যে কোন Single webpage এর লিঙ্ক কতটা GOOGLE এ ইনডেক্স আছে টা দেখতে পারি।
নিচের ছবিটি লক্ষ করুন –
এর দ্বারা আপনি কোন সাইট এর Link UP সম্পর্কে ভাল ধারনা নিতে পারেন।

Inurl:Your Query — The URL Specific Search:

Example: inurl:make money online
এর দ্বারা আপনি এমন ওয়েবসাইট গুলার ই SEARCH RESULT পাবেন যাদের URL এ আপনার কাঙ্ক্ষিত Search query টি আছে। নিছের ছবি টি লক্ষ করুন –
এইসব term Link Building এর জন্য site খুজে বের করতে কাজে আসে।

Intitle:Yourquery — The Title Specific Search

Example:  intitle:affiliation
এটা নিশ্চয় বুঝে ফেলেছেন? J এই ফলে আমরা সেই সকল ওয়েব পেজ এর রেজাল্ট পাব যেগুলার Title এ আপনার কাঙ্ক্ষিত Search term  বা Keyword  আছে। এটাও Link Building এর জন্য রিলেটেড সাইট খুজে বের করতে কাজে আসে।

Related:query — The Related Results Search:

Example: Related:pinterest.com
এর দ্বারা আপনি related website খুজে পেতে পারেন। এটা Social Bookmarking, Directory, Forum, Social media, Blog ইত্যাদি খুজে বের করতে পারবেন।

Multiple Search Modifiers For Advanced Search:


এতক্ষণ আমরা জানলাম বিভিন্ন Advanced Search Term, Modifiers, Operators সম্পর্কে আখন এসব কিভাবে Implement করে কাজ করা যায় টা বুজার চেষ্টা করি।
ধরুন আমার Guest Posting করতে হবে আম্র এর জন্য প্রয়োজনীয় সাইট Link দরকার আমি এই Modifiers এবং Operators  গুলকে একত্র করে ও কাজ করতে পারি।
Keyword/yourCompetitorName + “guest blog”
Keyword/yourCompetitorName + “guest blogger”
Keyword/yourCompetitorName + “guest Column” + inanchor:contact
Keyword/yourCompetitorName + “guest article” + inanchor:contact
এই term গুলা ব্যবহার করে আমি Guest posting এর জন্য সাইট খুজে বের করতে পারি।
আরও কিছু দরকারি Search Term দেয়া হল –
নিচের Term গুলা ভাল করে খেয়াল করুন এর বুজতে চেষ্টা করুন…।
  • Inpostauthor:”Firstname Last” –site:mycompeitor.com
  • Keyword + site:wordpress.com
  • Keyword + site:blogspot.com
  • ProductName + intitle:comparison
  • “Your Niche” + FORUM
  • site:.edu “text goes here”
  • site:example.com this OR that
  • site:example.com intitle:”text goes here”
  • Keyword + “sign up”/join/register/”create an account”

মানে আগে যেগুলা Individually দেখানো হইসে সেগুলা আপনার কাজ অনুযায়ী Design/Formation  করে নেয়া আরকি।
আজ এর না আসা করি সবার কাজে লাগবে। আর পরে ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ণিজে জানুন অন্যদের ও জানতে সাহায্য করুন। এতে কার কম পরবেনা। আমি জানি আমি সবটা দিতে পারিনাই কিন্তু আপনাদের আমি যতটা বুজাতে পারসি সেই ধারনা থাকে নিজে আরও একটু STUDY করলে আর ও ভালো করে বুঝে ফেলবেন।
আর এই টপিক টার Resource আমার Student দের জন্য একটা নোট PDF করা ছিল সেটা Share করে দিলাম Download করে রাখতে পারেন।
আমি আমার Student  দের এবং সবাইকে বলি,
SEO একটি চলমান প্রক্রিয়া এটা আপনাকে কু শিখাতে পারবেনা যদি না আপনি নিজে না শিখেন। কোন প্রতিষ্ঠান ই SEO Expert  বানাতে পারে না তবে হা Proper Guide টা করতে পারে। একটা উদাহারন দেই পরিষ্কার হয়ে যাবে…। আপনি ছবি একতে পারেন না কিন্তু শিখতে চান…। কোন শিক্ষক বা প্রতিষ্ঠান আপনার মাথায় ছবি আকার কোন Program / Software Install করে দিতে পারবেনা আপনার নিজে কে ই এটা রপ্ত করতে হবে Practice এবং এই ব্যাপারে পরাশুনা করে। SEO ও তে ও তেমন সাদৃশ্য আছে। SEO টা ও এখন art এর পর্যায়ে। SO…..আপনি পতাকা, ফুল, নৌকা আঁকতে পাড়লে লাভ নাই আপণাকে পতাকা, নৌকা নিজের মতো করে DESIGN করতে জানতে হবে…। বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট 😀

অ্যাডসেন্স কি? অ্যাডসেন্স থেকে কিভাবে আয় করা যায়?

প্রথমেই অপ্রাসঙ্গিক ভূমিকা টেনে নেই। কিছুটা ব্যক্তিগত। অনেকদিন পর ফিরে এলাম। নিয়মিত পাঠকদের বুঝতে অসুবিধা হচ্ছেনা। কারণ আপনারা জানেন আগামী ১ এপ্রিল থেকে আমার এইচএসসি পরীক্ষা। অথচ তবুও আপনাদের কাছে ফিরে না এসে থাকতে পারলাম না। আসলাম দোয়া নিতে। পরীক্ষার মধ্যেও যথাসাধ্য থাকার চেস্টা করব। 

অ্যাডসেন্স কি? অ্যাডসেন্স থেকে কিভাবে আয় করা যায়?

ব্লগিং থেকে আয়! এই টপিকটাকে নিয়ে আমি দু, চারটি লেখা লিখেছি। তন্মোধ্যে নবীনদেরকে ব্লগিং থেকে আয় -কথাটা বুঝাতে এক রূপক গল্পই লিখে ফেলেছিলাম। যারা পড়েছিলেন আশা করছি তাঁরা পানির মতো ক্লিয়ার বুঝে গেছেন ব্লগিং করে আয় টা কি এবং উত্তরও পেয়েছিলেন কিভাবেই বা ব্লগ থেকে আয় করা যায়। আর যারা পড়েন নি তাদের অনুরোধ করব পড়ে নিতে। ঐ লেখাটি পড়তে ক্লিক করুন এখানে। যাক শিরোনামে একবার বলেছি, আবারো বলছি, আজকের লেখাটি একদম নতুনদের জন্য। যেসব নবীন ব্লগাররা তাদের ব্লগ থেকে আয়ের কিছুটা কথা ভাবছেন। আমি কখনও আয়ের গ্যারান্টি দিয়ে পোস্ট করিনা। আমি শুধু বুঝার গ্যারান্টিটা দেই। আমি আপনাকে আয় করিয়ে দিব না, কিন্তু আয়টা কি এবং কিভাবে করবেন সেটার অন্তত সঠিক রাস্তাটা নিয়ে প্যাচাল শুনাবো। হয়ত সেটা বুঝলে নিজেই রাস্তা খুঁজে পাবেন।

অনেক ভাই কেবল এক খানা ব্লগ খুলেছেন আর তাতেই কোটি কোটি ডলার আয়ের সপ্নে বিভোর হওয়ার আশায় এই লেখা পড়তে এসেছেন। জি না ভাই। আমার কাছে সেই রাস্তা নাই। ১ বছর ধরে বাংলা ব্লগিং করার জন্য অ্যাডসেন্সের খুব বেশী একটা স্বাদ পাইনাই। আর তাই আমাকে কোন অ্যাডসেন্স মাস্টার ভাববেন না। কিন্তু আপনি হয়ে থাকেন যদি নতুন এবং বুঝতে চান "অ্যাডসেন্স" জিনিসটা কি। তবে সেই বুঝানোর ক্ষমতাটুকু আছে। নতুনরা তো অ্যাডসেন্সের নাম শুনতে শুনতে টাশকি খাওয়ার মতো অবস্থায় পড়ছে। এইটা আবার কি? এইটা নাকি সোনার হরিন? এইটা নাকি যাদুর বাক্স? এইটা দিয়া নাকি কোটি কোটি টাকা আয় সম্ভব? হ্যাঁ, এরকম প্রশ্নই দেখা মেলে নতুনদের মাঝে, এমনকি যারা মাত্র ১০-১৫ দিন হলো কেবল একটি ব্লগ খুলেছেন। এটা বাস্তব কথা। ভাবলাম তাদের জন্যই সহজ সরল কথার একটি গাইডলাইন লিখি। যাতে করে অন্তত তাঁরা অ্যাডসেন্স জিনিস টা কি সেটা বুঝতে শেখে। আর সারাদিনে কোটিপতি হওয়ার স্বপ্নটাকে যেন পানির মতো সোজা কাজ না ভাবে সেটাও বুঝানোর উদ্দেশ্যেই আজকের লেখা। 

অ্যাডসেন্স কি? খায় নাকি মাথায় দেয়?

না অ্যাডসেন্স প্রাণের কোন জুসও নয় আবার ডাবর আমলার তেলও নয় যে মাথায় দিবেন। কথা পরিষ্কার? না এখনও পরিষ্কার নয়। ৫০% ক্লিয়ার মনে হয়। আসলে বলতে চাচ্ছি অ্যাডসেন্স খায়ও না মাথায়ও দেয় না। তাহলে কি করে? বলছি। জানার শেখার ইচ্ছা থাকলে শুধু আমার সাথে চলুন। গুগল মামাকে চিনেন না কে কে আছেন হাত তুলুন? যারা হাত তুলেছেন তারা সাথে চলুন আর যারা চিনেন না তাঁরা আগে গুগল মামা সম্পর্কে বিস্তারিত জেনে আসুন। আবার অনেক নয়া জানলে ওয়ালার জ্ঞাতার্থে জানায় রাখি, গুগল মামা শুধু সার্চ ইঞ্জিন নয়। সে অনলাইন জগতের সেরা প্রতিষ্ঠিত ব্র্যান্ড। গুগলের রয়েছে সার্চ সুবিধা ছাড়াও অনেক অনেক প্রোডাক্ট বা সার্ভিস। অ্যাডসেন্স হলো গুগলেরই একটা অংশ। আর তাই আগেই বলছি অ্যাডসেন্সকে সম্মান করে চলবেন। এবার মূল কথায় আসি। আপাত দৃষ্টিতে বলি, অ্যাডসেন্স হলো গুগলেরই একটা সার্ভিস যা মূলত বিজ্ঞাপন এজেন্সির কাজ করে। রহিমের কাছে বিজ্ঞাপন নেয় আর করিমের ব্লগে গিয়ে সেটা দেখায়। এটাই হলো এর মেইন কাজ। আর আয়ের কথায় আসি। অ্যাডসেন্স রহিমের কাছে যত টাকা নেয় বিজ্ঞাপনের জন্য তার নির্দিষ্ট একটা অংশ করিমকে দেয় বিজ্ঞাপনটা জনগণের কাছে দেখানোর জন্য। আর বাকি টাকা অ্যাডসেন্স নিজের সংসারের জন্য নেয়। এবার আসি কর্পোরেট ভাষায়, অ্যাডসেন্স হলো গুগলের মালিকানাধীন CPC (Cost Per Click) ভিত্তিক একটি বিজ্ঞাপনী সেবা। যার কাজ বিজ্ঞাপন দাতাদের কাছে বিজ্ঞাপন সংগ্রহ করা এবং বিভিন্ন চুক্তিবদ্ধ ব্লগে সেগুলো দেখিয়ে আয় করা। আয়ের কিছু অংশ নেয় ব্লগের মালিকেরা আর বাকি অংশ নেই অ্যাডসেন্স নিজেই। আর সহজ বাংলায় এই হলো অ্যাডসেন্স। যা খায়ও না মাথায়ও দেয় না। যা অনলাইন বিজ্ঞাপন সংক্রান্ত সার্ভিস প্রদান করে। 

আমি কি পারবো অ্যাডসেন্সের মাধ্যমে আয় করতে? 

আমার একটা ব্লগ আছে। আমি কি পারব অ্যাডসেন্সের মাধ্যমে আয় করতে? তার আগে একটা খাটি বাংলা উদাহরণ দেই। আপনারা অবগত যে, দেশের এখন যে পরিস্থিতি তাতে চাকুরী পেতে আমরা বলি মামা চাচা লাগে। কথাটা কেমন যেন হলো না? মামা চাচা তো ভাই দু, একজন অভাগা ছাড়া প্রায় সবারই আছে। কিন্তু চাকুরী পেতে যে মামা চাচা বলা হয়েছে সেটাকে কিন্তু বিশেষ জাতীয় মামা চাচাকে বলা হয়েছে। এখানে বড় বড় মন্ত্রী, সচিব মামা চাচাদেরকে বুঝানো হয়েছে। তাহলে বুঝেই নেন শুধু মামা চাচা থাকলেই চাকুরী হয়না। লাগে নামি দামী মামা চাচা। প্রথমের দিকে আপনি প্রশ্ন করেছিলেন, আমার একটা ব্লগ আছে। আমি কি পারবো অ্যাডসেন্সের মাধ্যমে আয় করতে? উত্তর দিয়েই দিছি উপরের মামা চাচার উদাহরনে। হ্যাঁ, আপনার কোটি কোটি ব্লগ থাকতে পারে। তো কি হয়েছে? কোয়ালিটি সম্পূর্ণ ব্লগ না হলে ঐ কয়েক কোটি ব্লগ অ্যাডসেন্সের ধারে কাছেও যাবার সুযোগ পাবেনা আয়ের জন্য। অর্থাৎ মামা চাচা লাগে যেমন নামী দামী। ঠিক তেমনি অ্যাডসেন্সের জন্য লাগে ওর চাহিদা সম্পূর্ণ আন্তর্জাতিক মানের ব্লগ। কারণ বলা যায় অ্যাডসেন্স হলো অনলাইন দুনিয়ার সেরা অ্যাড এজেন্সি। যা অ্যাডভারটাইজার অর্থাৎ বিজ্ঞাপন দাতা এবং পাবলিশার অর্থাৎ প্রকাশক উভয় পক্ষের স্বার্থই সমানভাবে দেখে। বিজ্ঞাপনদাতা যাতে তাঁর দেয়া বিজ্ঞাপনের সেরা ফলটাই যাতে পান এবং প্রকাশক সেই বিজ্ঞাপন প্রকাশ করে যাতে ফাইভ স্টার হোটেলে খাওয়ার মতো টাকাও যেন পান। আর এই গুন বলেই অ্যাডসেন্স সেরা। আপনি যদি একজন যোগ্য পাবলিশার হয়ে থাকেন অর্থাৎ আপনার আন্তর্জাতিক মানের মানসম্মত ব্লগ থেকে থাকে তবে আপনিও পারবেন অ্যাডসেন্সের মাধ্যমে আয় করতে। আর আয়টা নগন্য নয়। সেটা বড় লোক হবার জন্য যথেস্ট। বুঝা গেছে জিনিসটা? আর নবীনরা প্রথমেই ওয়াপকায় একটা গান ডাউনলোডের সাইটে বানিয়েই জিজ্ঞাস করে, আমি কি পারব অ্যাডসেন্সে আয় করতে? এতো প্যাচাল পারলাম আর তাই আপনার এরকম প্রশ্নের উত্তর দিতে বাধ্য করবেন না। নিজেই বুঝতে পারবেন আপনি অ্যাডসেন্সের মাধ্যমে আয় করতে পারবেন কিনা?

আমার ভালো মানের ব্লগ আছে। আমি কি তাহলে পারব অ্যাডসেন্সের মাধ্যমে আয় করতে? 

আপনার ভালো মানের ব্লগ আছে কিনা সেটা আমাকে জানিয়ে কোনই লাভ নাই। আপনার ব্লগ অ্যাডসেন্সের যোগ্য কিনা এটা শুধু অ্যাডসেন্স অথরিটিরই জানার কথা। আর আপাততভাবে অ্যাডসেন্সের বিভিন্ন নিয়ম নীতি পড়ে যদি আপনি মনে করেন, আপনার ব্লগ অ্যাডসেন্সে আবেদন করার যোগ্য তবে নির্দ্বিধায় অ্যাডসেন্সে আবেদন করুন। অ্যাডসেন্স আপনার সাইট দেখে জানিয়ে দিবে আপনি তাদের পাবলিশার হবার যোগ্য কিনা। 

জানি আরও অনেক অনেক জিজ্ঞাসা রয়েছে জ্ঞানপিপাসু নবীনদের মাঝে। কিন্তু কি করব ভাই, আর তিনদিন পর আমার এইচএসসি পরীক্ষা। লেখার ইচ্ছা থাকা সত্ত্বেও পারছিনা। অনেক নতুন ভাইরা এই অ্যাডসেন্সের বেসিক এই প্রশ্নগুলো করেছেন আর তাদের জন্যই আজকের এই লেখা। ভালো থাকবেনা। তবুও কোন প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার পরীক্ষার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ

১৯ টি High PR Ping সাইট আর আপনার সাইট সাবমিট করুন ১০০০+সাইট এ।

নিয়ে আসলাম কয়েকটি পিং ওয়েবসাইট যা আপনার সাইট কে ভিজিটর এবং ব্যাকলিঙ্ক পেতে সাহায্য করবে। নিচে কয়েকটি সাইট দেয়া আছে যেগুলোর মধ্যে আছে সার্চ ইঙ্গিন সাবমিসশন, ব্লগ সাবমিশন, সাইটম্যাপ এবং ওয়েবসাইট সাবমিশন যেগুলো থেকে আপনি ভিজিটর না পেলেও কিছু High PR ব্যাকলিঙ্ক পাবেন। যাদের নতুন ব্লগস্পট/ওয়ার্ডপ্রেস এ সাইট আছে বা হোস্টিং সাইট আছে তাদের ক্ষেত্রে সাইট গুলো বেশি কাজে দেবে। আর জানেন তো ব্যাকলিঙ্ক সাইটের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা হচ্ছে সব সাইটে আপনি সহজে ব্যাকলিঙ্ক করতে পারবেন না আর যদিও পারেন আপনাকে পেইড করতে হবে। আর যদি পেইড করতে না হয় তবে বেশিরভাগ ওয়েবসাইট হাই কোয়ালিটির হয় না। তবে কিছু ওয়েবসাইট আছে যারা আপনাকে ব্যাকলিঙ্ক করতে দেবে কিন্তু সেগুলো আপনাকে নিজে খুঁজে বের করতে হবে।
Website                                           PR
1. Pingomatic.com –                    PR 6
2. Twingly.com –                         PR 6
3. Auto-ping.com –                     PR 5
5. Mypagerank.net –                  PR 5
6. Icerocket.com –                      PR 5
7. Blo.gs –                                     PR 5
8. Bitacoras.com –                      PR 5
9. Totalping.com –                     PR 4
10. Ping.in –                                PR 4
11. Pingler.com -                        PR 4
12.pingmyurl.com -                  PR 4
13. Googleping.com –               PR 3
14. Pingoat.net –                       PR 3
15. Pingfarm.com –                  PR 3
16. Pingmylink.com –              PR 3
17. Pingsitemap.com –             PR 2
18. Blogbuzzer.com –               PR 2
19. Bulkping.com –                   PR 2

Translate

Follow Us

Sign up now

Get Dot com